অনুষ্ঠিত হলো এসইআইপি রিহ্যাব প্রোজেক্ট জব ফেয়ার-২০২৩
আদৃতা ইসলামঃ দক্ষ মানবশক্তি গড়ে তুলতে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন নানামুখী পদক্ষেপ। একজন মানুষ নিজেকে দক্ষ করে গড়ে তুলে নিজের কর্মসংস্থানের পাশাপাশি বিশ্ব দরবারে দেশের ভাবমুর্তি উজ্জ্বল করতে পারে সেই লক্ষে অর্থ মন্ত্রনালয়ের অধীনে, স্কিলস ফর এমপ্লেয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি)-এর আওতাধীন এসইআইপি-রিহ্যাব প্রকল্প আজ বুধবার ২০শে সেপ্টেম্বর ২০২৩ রাজধানীর মিরপুর দারুস সালাম-এ অবস্থিত বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার-এ এই জব ফেয়ার অনুষ্ঠিত হয়।
জব ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিইআইপি প্রকল্পের উপনির্বাহী প্রকল্প পরিচালক যুগ্ন সচিব ডঃ সানোয়ার জাহান ভুঁইয়া, রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইন্তেখাবুল হামিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে শুরু থেকে প্রকল্পের কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন এসিইআইপি রিহ্যাব প্রকল্পের ডাটাবেস, জবপ্লেসমেন্ট ও প্রকিউরমেন্ট কো-অর্ডিনেটর লোকমান হোসেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এমপ্লায়ার্স কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গুলজার রহমান, এসিইআইপি সহকারী নির্বাহী পরিচালক ভূঞা মোহাম্মদ রেজাউর রহমান সিদ্দিকী, প্রোজেক্ট স্ট্যান্ডিং কমিটির সদস্যবৃন্দ এবং রিহ্যাবের ভাইস প্রেসিডেন্টবৃন্দ।অনুষ্ঠানে আগত অতিথিদের উদ্দেশ্যে বিশেষ বক্তব্য প্রদান করেন রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইন্তেখাবুল হামিদ, এসিইআইপি প্রকল্পের উপনির্বাহী প্রকল্প পরিচালক যুগ্ন সচিব ডঃ সানোয়ার জাহান ভুঁইয়া তার বক্তব্যে প্রকল্পের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে সাফল্য কামনা করে কার্যক্রমের উদ্ববোধন ঘোষনা করেন। রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন উল্লেখ করেন মাননীয় প্রধান মন্ত্রীর ব্যক্তিগত আগ্রহের কারনে গড়ে উঠেছে এই প্রকল্প। অনুষ্ঠানের শেষে প্রেসিডেন্ট সম্মানিত অতিথিদের সাথে নিয়ে জব ফেয়ার উপলক্ষ্যে স্থাপিত স্টলসমূহ পরিদর্শন করেন পরে নিয়োগ কর্তারা তাদের প্রতিষ্ঠানের জন্য প্রশিক্ষনার্থী বাছাই এর কাজ সম্পুর্ন করেন।