জাতীয়শিরোনাম

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ করবো: ইসি সচিব

আদৃতা ইসলামঃ    নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, একটা সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য কমিশন যখন যে সিদ্ধান্ত দেবে, সে অনুযায়ী সকল অঙ্গ-প্রত্যঙ্গ নিয়ে আমরা কাজ করবো।বুধবার (২০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।তিনি বলেন, ইসির নির্দেশনা অনুযায়ী ভোটের প্রস্তুতি রোডম্যাপ অনুযায়ী এগিয়ে নিচ্ছি। আমরা পিছিয়ে নেই। প্রশিক্ষক তৈরির প্রশিক্ষণ চলছে। গত ২ সেপ্টেম্বর শুরু হয়েছে। তারা দশ লাখ ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবে।ইসি সচিব বলেন, ইউএনও, জেলা নির্বাচন কমিশনার, জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, পুলিশ সুপার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, পুলিশ কমিশনারদের প্রশিক্ষণ অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে। চারটা ব্যাচে ১০০ জনকে প্রশিক্ষণ দেবো।
‘অনলাইন মনোনয়নপত্র জমা, আইন সংশোধন ইত্যাদি সম্পর্কে ব্রিফিং হবে। নভেম্বর মাস ব্যাপি প্রশিক্ষণ হবে’।এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তা কে হবেন তা এখন সিদ্ধান্ত হয়নি। তফসিলের সিদ্ধান্ত হয়নি। কমিশন বৈঠকে কমিশন সিদ্ধান্ত নেবেন। ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে ভোটগ্রহণ হবে।ভোট বিতর্কিত না করার জন্য বার্তা কী এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,মন্ত্রী পরিষদ বিভাগে একটা পত্র দেওয়া হয়েছে। তারা মাঠ পর্যায়ে এটা জানাবে। আমরা টাইম লাইনের মধ্যে ঢুকে গেছি। একটা সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য কমিশন যখন যে সিদ্ধান্ত দেবে, সে অনুযায়ী সকল অঙ্গ-প্রত্যঙ্গ নিয়ে আমরা কাজ করবো।এনআইডি সেবা বন্ধ রাখা নিয়ে আগাম জানানোর বিষয়ে তিনি বলেন, কখনো সাট ডাউন হয়ে যায়, কখনো করতে হয়। এটা আগাম জানানো সম্ভব হয়না। ইলেকট্রনিক ডিভাইস যে কোন সময় সাট ডাউন হতে পারে। যেখানে তথ্য ভাণ্ডার থাকে সেখানেই সাইবার হামলার ঝুঁকি থাকে। ঝুঁকি থাকলে নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার অধিকার সবার থাকে সুরক্ষার জন্য।অনেক সেবা গ্রহীতা থাকায় কোনো আগাম ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে কি-না এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ডাটাবেজ একটা। ঝুঁকি তো থাকবেই। এটা আসলে করার কিছু নেই। আগে বুঝতে হবে বিপদ বা রেগুলার রক্ষণাবেক্ষণ, এই জাতীয় বিষগুলো, ঝুঁকি সব সময় থাকে। যখন যে পরিস্থিতি আসবে সে অনুযায়ী প্রতিরক্ষা করতে হবে। একটা ব্যাংকের যেমন যে কোনো সময় ঝুঁকি থাকে, তেমন এতো বড় ডাটাবেজ আমাদেরও ঝুঁকি আছে। এটা মূল্যবান একটা সম্পদ। এটা প্রতিনয়ত আপডেট করা হচ্ছে। এটা গতানুগতিক কাজ। আর একদিন, দু’দিনের জন্য সার্ভার অফ সারা দুনিয়ায় হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button