ভিসা নীতি নিয়ে সরকার কোন চাপে নেই : রাজশাহীতে শিক্ষা মন্ত্রী
রাজশাহী সংবাদদাতাঃ নতুন ভিসা নীতি নিয়ে সরকার কোন চাপে নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি ।শনিবার দুপুরে মাদ্রাসা শিক্ষার উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকা শীর্ষক অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় শিক্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন। শিক্ষা মন্ত্রী আরো বলেন, সরকার স্বচ্ছ অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায় এবং সেটা করতে অঙ্গিকারাবদ্ধ।নির্বাচন নিয়ে বিএনপি যতই ষড়যন্ত্র করুক না কেন বর্তমান সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিন আরো বলেন নির্বাচন বিএনপি আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে নির্বাচন বানচাল করতে চাই। ২০১৪ সালের মতো আবার তারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পাঁয়তারা করছে বিএনপি। বিএনপি চাই আগুন সন্ত্রাস করে ক্ষমতায় আসতে, কিন্তু সেটা আর করতে দেয়া হবে না বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। সমাবেশে সভাপতিত্ব করেন,মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর,কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের মহাপরিচালক হাবিবুর রহমান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব কামাল হোসেন,ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মুহাম্মদ আব্দুর রশীদ,বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর কায়সার আহমেদ প্রমুখ ।