আন্তর্জাতিকবিনোদনশিরোনাম

১০০০ কোটির গণ্ডি টপকে গেল জওয়ান

র-বিনোদন ডেস্কঃ  ১০০০ কোটির গণ্ডি টপকে গেল শাহরুখ খান অভিনীত জওয়ান। কিন্তু জানেন কি এই বিপুল পরিমাণ অর্থ থেকে কারা কত টাকা পাবেন? প্রযোজক, ডিস্ট্রিবিউটর বা অভিনেতারা কারা কতটুকু পেল?
২৫ সেপ্টেম্বর ১০০০ কোটির গণ্ডি টপকে গেল শাহরুখ খান অভিনীত জওয়ান। এই নিয়ে তৃতীয় বার কোনও হিন্দি ১০০০ কোটির গণ্ডি টপকাল। ২০২৩ -এ এটা দ্বিতীয় ছবি যা এই বেঞ্চমার্ক ক্রস করল। আমির খান অভিনীত দঙ্গল প্রথমবার ২০১৬ সালে ১০০০ কোটির ক্লাবে প্রবেশ করে। এরপর ২০২৩ সালে শাহরুখ খানের পাঠান এবং জওয়ান সেই তালিকায় নাম লেখাল। কিন্তু জানেন কি গ্লোবাল বক্স অফিসে জওয়ান যে এই বিপুল অর্থ রোজগার করল তার কত টাকা কে পাবে? মানে প্রযোজকরা কত টাকা পাবেন, ডিস্ট্রিবিউটরদের ভাগ্য কত টাকা আছে? চলুন দেখে নেওয়া যাক।
প্রযোজকরা কত পাবেন?বক্স অফিসের ৪৫-৫০ শতাংশ আয় প্রযোজকদের কাছে যায়। ফলে জওয়ান বক্স অফিসে কত টাকা আয় করছে তার সিংহভাগটাই যাবে রেড চিলিজ এন্টারটেইনমেন্টের কাছে।
খবর হিন্দুস্তান টাইমস

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button