র- নিউজ ডেস্কঃ ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে দায়িত্ব গ্রহণের পরপরই ডিএমপির সম্মানিত কমিশনার জনাব হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম-বার ট্রাফিক বিভাগকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা, প্রদান করেন।তারই ধারাবাহিকতায় ট্রাফিক তেজগাঁও বিভাগের সম্মানিত উপ-পুলিশ কমিশনার জনাব মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে ট্রাফিক মোহাম্মদপুর জোন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানকেন্দ্রীক যানযট নিরসনে ট্রাফিক তেজগাঁও বিভাগের অফিসে ১৬টি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।সমন্বয় সভায় আরো উপস্থিত ছিলেন, বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ জাহাঙ্গীর আলম, সহকারী পুলিশ কমিশনারবৃন্দ ও সংশ্লিষ্ট টিআইগণ।এছাড়াও সমন্বয় সভায় উপস্থিত ছিলেন ইকবাল রোড- স্যার সৈয়দ রোড সোসাইটির সভাপতি বিগ্রেডিয়ার জেনারেল (অব:) জনাব রাকিব, মোহাম্মদপুর ৩২নং ওয়ার্ড কাউন্সিলর জনাব সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্টনসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।সভায় সকলেই যানযট নিরসনে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন এবং ট্রাফিক তেজগাঁও বিভাগের সাথে যৌথ উদ্যোগে সার্বিক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন। জনসেবায় ট্রাফিক তেজগাঁও বিভাগ।