র-নিউজ ডেস্কঃ ব্রিটিশ আমলের ছুটির রীতি এখানো চালু রয়েছে সুপ্রিম কোর্টে। এরই ধারাবাহিকতায় গত ১ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত মোট ৩৭ দিন অবকাশকালীন ছুটি শেষে আজ রোববার (৮ অক্টোবর) থেকে খুলছে সুপ্রিম কোর্ট।টানা ছুটির পর গুরুত্বপূর্ণ সব মামলার বিচারকার্য পরিচালনায় আজ থেকে বসছেন উভয় বিভাগের বিচারপতিরা। এতে আইনজীবী ও বিচারপ্রার্থীদের পদচারণায় আবারও মুখরিত হয়ে উঠবে আদালত অঙ্গন।আদালত সূত্র জানিয়েছে, দীর্ঘ বিরতির পর আজ প্রথম কার্যদিবসে দেশের সর্বোচ্চ আদালতে শুনানি অনুষ্ঠিত হবে বেশ কয়েকটি রাজনৈতিক ও জনগুরুত্বপূর্ণ মামলার। এসব মামলা নিয়ে দিনভর সরগরম থাকবে আদালতপাড়া।এক পরিসংখ্যানে দেখা গেছে, বছরে প্রায় ৬ মাস বন্ধ থাকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ।