শিক্ষাশিরোনাম

নোয়াখালীতে বর্ণিল আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ

নোয়াখালী প্রতিনিধিঃ  জাতীয় নেতা আবদুল মালেক উকিলের জন্মভূমি নোয়াখালীতে একাদশ শ্রেণীতে নবাগত নবীণ ছাত্র-ছাত্রীদের বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে বরণ করা হয়েছে।১১ অক্টোবর  দুপুরে জেলা সদরের বাঁধের হাট আবদুল মালেক উকিল ডিগ্রি (অনার্স) কলেজ মাঠে এই নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।নবীণ বরণ অনুষ্ঠানে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. দিদার-উল-আলম।এতে সহযোগী অধ্যাপক জাকির হোসেন চৌদুরী বাবরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, নোবিপ্রবি’র প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবদুল বাকী, নোবিপ্রবি কোষাধ্যক্ষ নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, আবদুল মালেক উকিল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ এনামুল হক, নোবিপ্রবি আবদুল মালেক উকিল হলের প্রভোস্ট ড. মেহেদী হাসান রুবেল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস জাহের সাধারণ সম্পাদক এডভোকেট আতাউর রহমান নাছের, দাদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান শিপন।
বক্তারা বলেন, নবীনদের স্বাগত জানিয়ে বলেন, যারা ধৈর্য ধরে, অনেক সময় নিয়ে কাজ করে তারা অনেক বড় হয় জীবনে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। তোমরা এখান থেকে জীবন গড়ো। মা-বাবা সবসময় সন্তানের মঙ্গল কামনা করে। তেমনি আমরাও তোমাদের মঙ্গল কামনা করি। তোমরা এখানে পড়ে ভালো মানুষ হও, পরিবার ও সমাজের কাজে লাগো, দেশর কাজে লাগো এটাই কামনা।বক্তারা নবীনদের স্বাগত জানিয়ে বলেন, ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে রূপান্তর হতে যাচ্ছে। স্মার্ট বাংলাদেশে প্রযুক্তির অপব্যবহার না করে সঠিক ব্যবহারের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে বিবেকবান মানুষ হতে হবে। দেশকে ভালোবাসতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে।এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে নবীনদের পদচারণায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয় পুরো ক্যাম্পাসে। নবীনদের বরণের পর কলেজ ক্যাম্পাসে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button