র-নিউজ ডেস্কঃ নিষেধাজ্ঞা শুরু হওয়ায় বরিশালের পাইকারি মাছ বাজারগুলোতে দেখা মেলেনি ইলিশের। তবে বাজারে ইলিশ থাকায় আগের চেয়ে বেড়েছে অন্য মাছের বেচাকেনা।বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে নগরীর পোর্টরোড বাজারে গিয়ে দেখা যায়, বাজারে ইলিশের কোনো সরবরাহ নেই। ব্যবসায়ীরা সাগর ও নদীর বিভিন্ন প্রকার মাছ বিক্রি করছেন। ইলিশ না থাকায় অন্যান্য মাছের সরবরাহ বেড়েছে। অন্যদিনের তুলনায় বাজারে রুই, পাঙাশ, চিতল, কোরালসহ সাগরের বিভিন্ন মাছ বিক্রি হতে দেখা গেছে।বাজারে কোরাল ১০০০-১১০০ টাকা, চিতল ৪০০-৪৫০ টাকা, সুরমা ২০০, চিংড়ি ৫৫০-৮০০ টাকা, পাঙাশ ২৫০ টাকা, কৈ ৩০০ টাকা, তেলাপিয়া ১২০-১৫০ টাকা, পোয়া মাছ ২৫০-৩৫০ টাকা, শিং মাছ ৩০০-৩৫০ টাকা ও পাবদা ৩০০-৪০০ টাকায় বিক্রি হচ্ছে।