জাতীয়শিরোনাম

ব্রাসেলস যাচ্ছেন প্রধানমন্ত্রী

র-নিউজ ডেস্কঃ গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশ নিতে ব্রাসেলস যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২৪ অক্টোবর ৪ দিনের সফরে রওনা দেয়ার  কথা রয়েছে তার। পরের দিন এবং ২৬ অক্টোবর অনুষ্ঠেয় গ্লোবাল গেটওয়ে ফোরামে বৈঠকে অংশ নেবেন তিনি।এর ফাঁকে ২৭ দেশের ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ কয়েকজন নেতার সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আয়োজনের চেষ্টা চলছে। গ্লোবাল গেটওয়ে ফোরামের ফাঁকে শেখ হাসিনার সঙ্গে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইয়েনের বৈঠক প্রায় চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে। ২৬ ও ২৭ অক্টোবর ব্রাসেলসে ইউরোপীয় কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। ফলে ইইউ’র শীর্ষ নেতাদের ব্রাসেলসে উপস্থিত থাকা প্রায় চূড়ান্ত। এ সুযোগ কাজে লাগিয়ে ইইউভুক্ত দেশের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আয়োজনের চেষ্টা চলছে।গত মাসে ইউরোপীয় পার্লামেন্টে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে প্রস্তাব গৃহীত হয়। ওই প্রস্তাবেও ২০২৪ সালে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। ইইউভুক্ত দেশের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা হলে নির্বাচন নিয়ে নিজের অবস্থান সরাসরি তুলে ধরার সুযোগ রয়েছে শেখ হাসিনার। পাশাপাশি ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ঘিরে ভূ-রাজনৈতিক প্রতিযোগিতার প্রেক্ষাপটে গুরুত্ব বেড়ে গেছে বাংলাদেশের। ২ দিনের গ্লোবাল গেটওয়ে ফোরামে মূল অধিবেশনের ফাঁকে বিভিন্ন বিষয়ে বেশ কয়েকটি অধিবেশনে আলোচনা হবে। আমন্ত্রিত অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোচনায় অংশ নেবেন। মূলত ৬টিপ্রতিপাদ্যে এ আলোচনা হবে। বিষয়গুলো হচ্ছে-পরিবেশবান্ধব জ্বালানিতে উত্তরণ, শিক্ষা ও গবেষণা, গুরুত্বপূর্ণ কাঁচামাল, যোগাযোগের করিডোর স্বাস্থ্য পণ্য উৎপাদন এবং ডিজিটাল অবকাঠামো উন্নয়ন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button