জাতীয়শিরোনাম

নির্বাচনী পালে সংলাপের হাওয়া

র-নিউজ ডেস্কঃ স্বাধীনতার ৫২ বছর পরও দেশে সর্বজনস্বীকৃত নির্বাচন ব্যবস্থা নেই। আর এ কারণেই প্রতিবারই জাতীয় নির্বাচনের আগে নির্বাচনী ব্যবস্থা ও প্রক্রিয়া নিয়ে আস্থা ও অনাস্থার নিয়ে দোলাচলে পড়ে রাজনীতি।এ অবস্থা থেকে উত্তরণে বরাবরই আলোচনার মাধ্যমে সামনে এগিয়ে গেছে রাজনীতি। এবার শুরু থেকেই ক্ষমতাসীনরা আলোচনায় রাজি না হলেও সম্প্রতি তাদের শিবিরে বইছে সংলাপের হাওয়া।কোনো চাপে পড়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সংলাপের কথা বলছে কিনা এমন প্রশ্নে দলটির শীর্ষ নেতা সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ দেশের একটি জনপ্রিয় টেলিভিশনকে বলেন, রাজনীতির খেলা ঘুরে গেছে তাই আলোচনায় জোর দিচ্ছে বিরোধী পক্ষই।দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলছেন, বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরে আন্দোলনের পালে হাওয়া না পেয়ে বিএনপিই এখন নির্বাচনে আসার রাস্তা খুঁজছে। তিনি আরও বলেন, তারা যেভাবেই চায় আলোচনায় আসুক। আমরা সংবিধান অনুযায়ী আলোচনা করবো। তারা নির্বাচনে অংশ নিক সেটাই আমরা চাই।এ-দুনেতাই বিশ্বাস করেন, বিএনপিসহ সব রাজনৈতিক দলের অংশগ্রহণেই হবে আগামী জাতীয় নির্বাচন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button