জাতীয়নির্বাচনী হালচালশিরোনাম

সংসদ নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্স পাঠানোর প্রক্রিয়া শুরু

র-নিউজ ডেস্কঃ   আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে  আজ থেকে (১৯ অক্টোবর) দশ অঞ্চলে স্বচ্ছ ব্যালট বক্স পাঠানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন(ইসি)। এক্ষেত্রে বিএসটিআইয়ের রিপোর্ট হাতে পাওয়ার পর প্রথম ঢাকা অঞ্চল দিয়ে এ কার্যক্রম শুরু করবে ভোট আয়োজনকারী সাংবিধানিক এ সংস্থাটি।বৃহস্পতিবার  (১৯ অক্টোবর ) নির্বাচন কমিশনের(ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের নানা  প্রশ্নের জবাবে এসব কথা বলেন। তিনি বলেন, যদি বিএসটিআই এর রিপোর্ট আজ আসে  ব্যালট বক্স যাবে। তবে এখনো এসে পৌঁছায়নি, রিপোর্ট রেডি হয়েছে শুনেছি, তাহলে আজকে ঢাকা অঞ্চলে আমরা পাঠাবো।অশোক কুমার দেবনাথ বলেন, আমরা ৮০ হাজার বক্স ক্রয় করছি, প্রথম লটে আমরা ৪০ হাজার বক্স পেয়েছি।  এর মধ্য থেকেই আমরা ডিস্ট্রিবিউশন শুরু করবো। আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি প্রতিটি মালামাল পাওয়ার পরে আবার টেস্ট করবো। এই টেস্টে যদি কোয়ালিফাই করে সেক্ষেত্রে মাঠ পর্যায়ে প্রেরণ করা হবে। আগের স্যাম্পলগুলো যেহেতু বিএসটিআই টেস্ট করেছে, তাই এবারও ব্যালট বক্স  বিএসটিআই এর মাধ্যমে টেস্ট করবো।এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধু ব্যালট বক্স পাঠানো শুরু হবে, অন্যান্য সরঞ্জাম এখনো যাওয়া শুরু হয়নি, হয়তো আগামী সপ্তাহ থেকে শুরু হবে। সরঞ্জামগুলোর মধ্যে কি কি আছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,  ব্যালট বাক্স আছে, ব্যালট বক্সের ঢাকনা আছে, দুই ধরনের ব্যাগ আছে, গালা আছে,  স্ট্যাম্প প্যাড আছে।  স্ট্যাম্প প্যাড সরঞ্জাম  ১৫ তারিখের পর পাবো। বাকি সরঞ্জামগুলো আমরা ধাপে ধাপে পাঠিয়ে দিবো।নিরাপত্তার বিষয়ে কি ব্যবস্থা নিচ্ছেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নিরাপত্তা অন্যান্য বারের মতোই। যখন সরঞ্জাম যায় তখন আমরা পুলিশের কাছে নিরাপত্তা চাই। এভাবে পুলিশি নিরাপত্তায় আমরা পাঠিয়ে দেই।বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিশেষ কোনো নিরাপত্তা পরিকল্পনা আছে কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশেষ কোনো পরিকল্পনা নাই, আমাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছেই নিরাপত্তা চাইবো। এবার কতগুলো ব্যালট বক্স লাগবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যালট বক্স লাগবে তিন লাখ প্লাস। এর পুরোনো আছে ২ লাখ ৬৭ হাজার। এবার আমরা ৮০ হাজার কিনেছি। আমাদের নির্বাচনী অঞ্চল ১০ টি। ০৮টি প্রশাসনিক বিভাগ এবং এর সাথে ফরিদপুর ও কুমিল্লা। ব্যালট বক্সগুলো নির্বাচনী অঞ্চলগুলোতে যাচ্ছে, অন্যান্য মালামাল সরাসরি জেলায় যাবে। আমাদের নির্বাচনী বাজেট এখনো ফাইনাল হয় নি, সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা বসবো, তারপর বাজেট ফাইনাল করবো। এটা আমরা ২৫ তারিখের পর বসতে পারি।।এখন পর্যন্ত কি ১৬০০ কোটি টাকার মতোই আছে নির্বাচনী বাজেট? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৬০০ কোটির কথা তো আমরা বলি নাই, ১৪০০ এর কিছু বেশির কথা বলেছি। এটা বাড়তে পারে, আইন শৃঙ্খলা বাহিনী হতে আমরা প্রস্তাব পেলে এটা বুঝতে পারবো।সর্বশেষ ২০২২ সালের হালনাগাদ অনুযায়ী, দেশে ভোটার সংখ্যা ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪লাখ ৪৫ হাজার ৭২৪ জন। আর নারী ভোটার ৫ কোটি ৮৭ লাখ ৪ হাজার ৮৭৯ জন। এছাড়া হিজড়া ভোটার রয়েছেন ৮৩৭ জন। তরুণ ভোটারদের অন্তর্ভূক্ত করার সুযোগ সৃষ্টি করায় এই সংখ্যা আরো বাড়তে পারে। তাই এবার ভোটকেন্দ্র ও ভোটকক্ষের সংখ্যা বাড়ছে পাঁচ শতাংশের মতো। আগামী ২ নভেম্বর আসন ভিত্তিক তালিকা চুড়ান্ত করবে ইসি।জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনে ১৩ ধরনের নির্বাচনি উপকরণ কিনতে হয়। এগুলোর মধ্যে রয়েছে ব্যালট বাক্স, ব্যালট বাক্সের ঢাকনা ও লক, অমোচনীয় কালী, বিভিন্ন ধরনের সিল, স্ট্যাম্প, সিল, বিভিন্ন ধরনের ব্যাগ, কাগজ, প্যাড, রশি প্রভৃতি। এসব উপকরণের সিংহভাগ কেনা সম্পন্ন হয়েছে। বর্তমানে সেগুলো মাঠ পর্যায়ে পাঠানোর প্রস্তুতিও চলছে।প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ইতিমধ্যে জানিয়েছে নভেম্বর তফসিল ঘোষণা করা হবে। আর ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে করা হবে ভোটগ্রহণ।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button