নওগাঁ-২ ভোট : ২৪ ঘন্টার জন্য যন্ত্রচালিত যান চলাচল নিষেধ
কাজল আক্তার – নওগাঁ থেকেঃ দ্বাদশ জাতীয় সংসদের নওগাঁ-২ আসনের নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য ভোটের এলাকায় ২৪ ঘন্টার জন্য যন্ত্রচালিত যান চলাচল বন্ধ থাকবে।ইতোমধ্যে নৌ পরিবহন মন্ত্রণালয় ও সড়ক পরিবহন মন্ত্রণালয়কে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখা এ তথ্য নিশ্চিত করেছে। চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারিসোমবার দ্বাদশ জাতীয় সংসদের নওগাঁ-২ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিবসের পূর্ববর্তী দিবাগত মধ্যরাত ১২টা থেকে হতে ভোটগ্রহণের দিন মধ্যরাত অর্থাৎ আগামী ১১ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত সকল নির্বাচনী এলাকায় যন্ত্রচালিত যান চলাচল বন্ধ থাকবে।তবে প্রার্থী, পর্যবেক্ষক, ভোট কর্মকর্তা, জরুরি সেবা, সাংবাদিকদের ক্ষেত্রে এই নির্দেশনা বলবৎ হবে না।গত ৭ জানুয়ারি এ আসনের নির্বাচন হওয়ার কথা থাকলে একজন বৈধ প্রার্থীর মৃত্যুতে পুরো নির্বাচন বাতিল করে ইসি। পরবর্তীতে ১২ ফেব্রুয়ারি তারিখ রেখে ফের তফসিল দেয় সংস্থাটি।