চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১৬ মে) সন্ধ্যায় সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের শেখপাড়া ও বালিয়াডাঙ্গা ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।মৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর শেখপাড়ার তাজেমুল গুধু শেখের মেয়ে তারিফা (১৮) ও বালিয়াডাঙ্গার দুর্গাপুর গ্রামের কুরবান আলীর ছেলে নিশান (১১)।বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা আতাউল হক কমল জানান, সন্ধ্যার কিছুক্ষণ আগে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের দুর্গাপুরে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। এসময় বাগানে আম কুড়াতে গিয়েছিল নিশান আলী। এর কিছুক্ষণ পর হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই সে মারা যায়।চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার (ওসি) (তদন্ত) মাকদুর রহমান বলেন, বিকেলে ঝড়-বৃষ্টির সময় সদর উপজেলার শেখপাড়ার তারিফা খাতুন আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মারা যায়।