অর্থনীতিজাতীয়শিরোনাম

১৫ ব্যাংককে ‘কড়া’ নির্দেশ দিলো বাংলাদেশ ব্যাংক

র- নিউজ ডেস্কঃ দেশের ১৫টি ব্যাংককে আর্থিক অবস্থার উন্নতির নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষক ও সমন্বয়কদের মাধ্যমে এই নির্দেশনা দেয়া হয়েছে।সম্প্রতি রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে এই নির্দেশ দেয়া হয়।বর্তমানে ৮টি ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক রয়েছে। সেগুলো হলো- সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক।আর ৭টি ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের সমন্বয়ক আছে। সেগুলো হলো- ন্যাশনাল ব্যাংক, এবি ব্যাংক, পদ্মা ব্যাংক, ওয়ান ব্যাংক, বেসিক ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক।ঋণ সংক্রান্ত নানা অনিয়ম ও কেলেঙ্কারি শনাক্তে ব্যাংকগুলোতে পর্যবেক্ষক ও সমন্বয়ক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বলেন, পর্যবেক্ষক ও সমন্বয়কদের মাধ্যমে এসব ব্যাংকের আর্থিক অবস্থার উন্নতিতে নির্দেশ দেয়া হয়েছে। সেসব ব্যাংকের ম্যানেজমেন্ট ও পরিচালনা পর্ষদকে সতর্ক করা হয়েছে। তাদের আরও কোনও সহানুভূতি দেখানো হবে না।পর্যবেক্ষক নিয়োগের পরও ব্যাংকগুলোর আর্থিক অবস্থার ক্রমাগত অবনতি হচ্ছে। রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ বাড়ছেই। চলতি বছরের মার্চ শেষে তা বেড়ে দাঁড়ায় ১৪ হাজার ৯৫০ কোটি টাকা। ব্যাংকিং খাতের মোট মন্দ ঋণের যা প্রায় ১১ দশমিক ৪ শতাংশ।অর্থনীতি বিশ্লেষকরা বলেন, ব্যাংকগুলোতে সুশাসনের অবনতি অব্যাহত রয়েছে। এটি মোকাবিলায় পর্যবেক্ষক ও সমন্বয়কদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। অন্যথায় পরিস্থিতির উন্নতি হবে না।বৈঠকেভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। কেন্দ্রীয় ব্যাংকের কর্তা হিসেবে যোগদানের পর সমন্বয়ক নিয়োগ দেয়া শুরু করেন তিনি। আর পর্যবেক্ষক নিয়োগের রীতি চালু হয় ১৯৯৪ সালে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button