দেশজুড়েশিরোনাম

বেনজীরের সাভানা ইকো পার্কে এনবিআরের অভিযান

সাবেক আইজিপি বেনজীর আহমেদের মালিকানাধীন ইকো রিসোর্ট ও ন্যাচারাল পার্কে অভিযান চালাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি)। ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল পার্কের বিভিন্ন স্থাপনা, কম্পিউটার ও ফাইলপত্র তদন্ত করছে।

আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১১টা ৫০ মিনিটে ওই দলটি পার্কে প্রবেশ করেন। এরপর পার্কের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং পার্কের বিভিন্ন অফিস পক্ষের কম্পিউটার ও ফাইলপত্র যাচাই-বাছাই করছেন।জানা যায়, এই পার্কের কর ফাঁকির বিষয়টি তারা তদন্ত করছেন। এবং জ্ঞাত আয় ব‌র্হিভুত কোনো সম্পদ বা স্থাপনা আছে কিনা তা যাচাই-বাছাই কর‌ছেন। এ ছাড়া আর কি কি বিষয়ে তদন্ত করবেন তা এখনো পর্যন্ত গণমাধ্যমকর্মীদের তা জানানো হয়নি। তবে তদন্ত কার্যক্রম শেষ হওয়ার পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলবেন বলে জা‌নি‌য়ে‌ছে প্রতিনিধি দলটি।এর আগে গোপালগঞ্জ সদর উপজেলার সাহাপুর ইউ‌নিয়‌নের বৈরাগীটোল গ্রামে আইজিপি ও র‍্যাবের মহাপরিচালক থাকাকালীন সময়ে পার্কটি গড়ে তোলেন। তবে অভিযোগ রয়েছে হিন্দু সম্প্রদায়ের জমি দখল করে এই পার্কটি নির্মাণ করেন বেনজীর আহমেদ। গত বছরের জুনে এই পার্কটি আদালতের নির্দেশে ক্রোক করে রক্ষণাবেক্ষণ কর‌ছেন স্থানীয় প্রশাসন। পার্কটি রিসিভার নিয়োগের মাধ্যমে পরিচালিত হচ্ছে।

Related Articles

Back to top button