আন্তর্জাতিকশিরোনাম

‘ভারতের কাছে বাংলাদেশ আস্থার প্রতিক’

র-নিউজ ডেস্কঃ দ্বিপাক্ষিক সম্পর্কে ভারতের কাছে বাংলাদেশ আস্থার প্রতিক। বাংলাদেশ-ভারত দুই ঘনিষ্টতম প্রতিবেশি রাষ্ট্রের পররাষ্ট্র সচিব (ফরেন অফিস কনসালটেশন) পর্যায়ের বৈঠকে শুক্রবার (২৪ নভেম্বর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা এমন মন্তব্য করেছেন বলে এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।দুইপক্ষের কূটনৈতিক সূত্রগুলো বলছে, এই বৈঠকে বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে আলাপ হয়েছে। আগামী দিনের পথচলা মসৃণ করতে আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যূসহ এই বৈঠকে দুই দেশের সম্পর্কের সকল ইস্যূগুলো নিয়ে আলাপ হয়েছে। ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রার আমন্ত্রণে বৃহস্পতিবার নয়াদিল্লি যান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। শুক্রবার অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের পররাষ্ট্র সচিব দুইপক্ষের নেতৃত্ব দেন।বৈঠক শেষে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সম্প্রতি জি -২০ শীর্ষ সম্মেলন এবং বৈশ্বিক দক্ষিণ বৈঠকে অংশ নেওয়ায় বৈঠকে বাংলাদেশের প্রশংসা করা হয়। পররাষ্ট্র সচিবদয়ের বৈঠকে সীমান্ত ও নিরাপত্তা, ব্যবসা ও বাণিজ্য, সংযোগ, পানি, বিদ্যুৎ ও জ্বালানি, দুই দেশের মানুষে মানুষে সংযোগ, বাংলাদেশের উন্নয়ন সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলাপ হয়েছে।বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সম্প্রতি নয়া দিল্লিতে অনুষ্ঠিত জি ২০ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো ভারতের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বাংলাদেশ। বিপক্ষীয় সম্পর্কে ২০২৩ সালে যে অগ্রগতি হয়েছে তা নিয়ে বৈঠকে সন্তোষ প্রকাশ করা হয়। আগামী ২০২৬ সালের পর স্বল্পোন্নত দেশের তালিকা (এলডিসি) থেকে উত্তরণ ঘটলে বাংলাদেশকে যে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে সেই বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বিবৃতিতে আরও জানায়, সীমান্ত অঞ্চল শান্তিপূর্ণ রাখার স্বার্থে দুই দেশের বর্ডার গার্ড বাহিনী নিজেদের মধ্যে অব্যাহত যোগাযোগ রক্ষা করবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। তিস্তা নদীর পানি বন্টন চুক্তি সহ একাধিক নদী ইস্যুতে দুই দেশের মধ্যে যে সকল বিষয় রয়েছে তার দ্রুত নিষ্পত্তির জন্য বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে উপস্থাপন করা হয়। বাংলাদেশের পক্ষ থেকে ব্যবসা-বাণিজ্য সহজ করার জন্য শুল্ক বাধা দূর করার জন্য ভারতকে অনুরোধ করা হয়। চলমান রোহিঙ্গা সংকট সমাধান করতে বাংলাদেশ বৈঠকে ভারতের কাছে সহযোগিতা চেয়েছে। বৈঠকে ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রা বলেন, দ্বিপাক্ষিক সম্পর্কে ভারতের কাছে বাংলাদেশ আস্থার প্রতিক, যাদের উপর আস্থা রাখা যায়।আগামী ফরেন অফিস কনসাল্টেশন বৈঠক ঢাকাতে দুই দেশের সম্মতিক্রম সময়ে অনুষ্ঠিত হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের শনিবার ঢাকায় ফেরার কথা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button