রান্নাশিরোনামস্বাস্থ্য

দই বানানোর উপায় জেনে নিন টিপসসহ

র-লাইফ স্টাইল ডেস্কঃ  গরমে শরীর সুস্থ রাখতে এবং হজমের সমস্যা দূর করতে টক দই খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি ও ক্যালসিয়ামও মেলে টক দই থেকে। দোকান থেকে কেনার পাশাপাশি বাড়িতেও বানিয়ে ফেলতে পারেন উপকারী টক দই। টিপসসহ বানানোর উপায় জেনে নিন।কিছুটা টক দই উঠিয়ে রাখুন আগেই বীজ হিসেবে। ১ লিটার দুধ ফুটিয়ে নিন। জ্বাল দিতে দিতে দুধ খানিকটা কমে আসলে নামিয়ে কিছুটা ঠান্ডা করুন। পাত্রে দুধ ঢেলে আগের টক দই মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিন। দুধ যেন অতিরিক্ত গরম অথবা ঠান্ডা না হয় সেদিকে লক্ষ রাখবেন। এবার মাটির পাত্রে দইমিশ্রিত দুধ ঢালুন। অন্য যেকোনো ঢাকনা দেওয়া পাত্রও ব্যবহার করতে পারেন দই তৈরির জন্য। ঢাকনা দিয়ে ঢেকে মাটির পাত্র উষ্ণ কোনও জায়গায় রেখে দিন। ফ্রিজে রাখবেন না কোনোভাবেই। এতে ব্যাকটেরিয়া জন্মাতে পারে দইয়ে। সবচেয়ে ভালো হয় বাসায় ওভেন থাকলে সেখানে পাত্র রেখে দরজা বন্ধ করে দিলে। ৮ থেকে ৯ ঘণ্টা অপেক্ষা করুন। এর মধ্যেই জমে যাবে দই। দই জমে যাওয়া পর সেটি ফ্রিজে সংরক্ষণ করুন।

দইয়ের টক স্বাদ কমাতে চাইলে দুধের উপর থেকে সর তুলে নিন।
দুধে মেশানোর জন্য টক দই না থাকলে ২ চামচ করে ভিনেগার অথবা লেবুর রস মেশাতে পারেন।
উপকরণ হিসেবে ব্যবহার করা দইয়ে যেন পানি না থাকে।
সুতির বা মসলিনের কাপড়ে টক দই সারারাত রেখে একটি চালুনিতে ছেঁকে রাখতে পারেন। এতে দইয়ে থাকা দুধের ঘনত্ব বেড়ে যায়, ফলে জমাট ও ঘন হয় দই।

Related Articles

Back to top button