উন্নয়ন অগ্রগতিশিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে আনসার ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ  ২১ দিনব্যাপী অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণের ৩য় ধাপ (পুরুষ) প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৩টায় পৌর শহরের বেলেপুকুরস্থ আনসার ভিডিপি জেলা কমান্ড্যান্ট কার্যালয় হলরুমে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা পরিষদ এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো রুহুল আমিন। জেলা কমান্ড্যান্ট (চলতি দায়িত্ব) মো. হুমায়ূন কবিরের সভাপতিত্বে প্রশিক্ষণের অভিজ্ঞতা ব্যক্ত করে স্বাগত বক্তব্য দেন, প্রশিক্ষণার্থী সাহেব আলী।অনুষ্ঠানটি সঞ্চালনা করে সদর সার্কেল মোসা. সুফিয়া বেগমসহ ব্যাটালিয়ন আনসারের প্রশিক্ষক (এপিসি) মো. নুরুল ইসলাম, সহকারী প্রশিক্ষক ল্যান্স নায়েক আঃ খালেকসহ অন্যরা। পরে সফলভাবে প্রশিক্ষণ সমাপ্ত করায় প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মো রুহুল আমিন। প্রশিক্ষণে ১ম স্থান অধিকার করেন, আব্দুল আজিজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button