আন্তর্জাতিকবিনোদনশিরোনাম

পশ্চিমবঙ্গেও ‌‘জাওয়ান’র দাপট, গড়েছে নতুন রেকর্ড

র-নিউজ ডেস্কঃ শাহরুখ খানের নতুন সিনেমা ‌‘জাওয়ান’ বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে। মুক্তির পর থেকেই শাহরুখ খানের এই সিনেমা গড়ছে একের পর এক রেকর্ড। মুক্তির ২৫ দিন পেরিয়ে গেলেও সিনেমাটি এখনো যে গতিতে ছুটছে, শুধু শাহরুখের ক্যারিয়ারের সর্বোচ্চ আয়ের সিনেমা নয়, সিনেমাটি বলিউড সিনেমার জন্য মাইলফলক হয়ে থাকবে। এছাড়া পশ্চিমবঙ্গেও সর্বোচ্চ আয়কৃত হিন্দি সিনেমা এখন ‌‘জাওয়ান’।জানা গেছে, বলিউড বাদশা শাহরুখ খানের এই সিনেমা পশ্চিমবঙ্গে ৪০ কোটিরও বেশি আয় করেছে। তাই পশ্চিমবঙ্গে সর্বোচ্চ আয়কৃত হিন্দি সিনেমার রেকর্ড এখন ‌‘জাওয়ান’র দখলে। এক্ষেত্রে ‘জাওয়ান’ পিছনে ফেলেছে ‌‘পাঠান’র ৩৫ কোটি রুপি আয়কে। বর্তমানে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় সিনেমাটির ২০৫টি শো চলছে। তাই মনে করা হচ্ছে পশ্চিমবঙ্গ শাহরুখ খানের জন্য এই গান ধরেছে এবং বলছে, ‘ম্যায় তেরা হায় রে হায় রে জাবরা ফ্যান হো গ্যায়া।শাহরুখের সিনেমা মানেই যে দর্শকের কাছে একেবারে অন্য উন্মাদনা, একথা অস্বীকার করার কোনও জায়গা নেই। তাই ‘জাওয়ান’ মুক্তি পাওয়ার আগেই সিনেমাটি ঘিরে পশ্চিমবঙ্গে হৈচৈ দেখা গিয়েছিল। পশ্চিমবঙ্গের হলগুলির কাছে প্রাথমিকভাবে রাত ২.১৫ এবং ভোর ৫টার শো অফার করা হয়। ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার যে হিড়িক মানুষ দেখিয়েছে, তাতে সত্যিই বোঝা গিয়েছিল কত দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছে মানুষ কিং খানের ভালো সিনেমা দেখার জন্য।এদিকে বিশ্ববাজারেও রমরমিয়ে চলছে ‘জাওয়ান’। ইউকে, কানাডা, দুবাই, বাংলাদেশের মতো দেশেও সিনেমাটির টিকিট বিক্রির হিড়িক ছিল মারাত্মক। বিশ্বব্যপী ‘জাওয়ান’র আয় এই মুহূর্তে পেরিয়েছে ১১০০ কোটির ঘর। তাই প্রায় ৬০০ কোটি রুপি আয় করে এটি ভারতে সর্বোচ্চ আয়কৃত হিন্দি সিনেমা হলেও বিশ্বব্যাপী আয়ের ক্ষেত্রে রয়েছে দ্বিতীয় স্থানে। প্রথম স্থানে রয়েছে আমির খানের ‘দাঙ্গাল’। এই সিনেমার আয় ২০০০ কোটি রুপি।অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’-এর শাহরুখ ছাড়াও আলো কেড়েছেন নয়নতারা ও বিজয় সেতুপতি। এ ছাড়া সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার, রিদ্ধি ডোগরাও প্রশংসা কুড়াচ্ছেন। বিশেষ চরিত্রে দীপিকা পাড়ুকোনের উপস্থিতিও দর্শকদের প্রশংসা পেয়েছে। সিনেমাটি প্রযোজনা করেছে শাহরুখ ও গৌরী খানের প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট।এদিকে বছর শেষে আরও একবার সিনেমা হলে আসার কথা রয়েছে শাহরুখ খানের। আগামী ২২ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে রাজকুমার হিরানি পরিচালিত ‘ডাঙ্কি’র। এতে তিনি প্রথমবার জুটি বাঁধলেন তাপসী পান্নুর সঙ্গে। এ ছাড়া সিনেমাটিতে আরও রয়েছেন ভিকি কৌশল।

 

 

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button