রাজধানীশিরোনাম

ঢাকার সড়কে সকাল থেকে কোথাও যানজট, কোথাও ফাঁকা

নিজস্ব প্রতিবেদকঃ সকাল থেকে রাজধানীর কোনো সড়কে যানজট আবার কোথাও যান চলাচল স্বাভাবিক রয়েছে। রোববার (১৪ মে) সকালে ঢাকার গাবতলী, শ্যামলী, আসাদগেট, ধানমন্ডি, মোহাম্মদপুর, সায়েন্সল্যাব, মিরপুর-১০, মহাখালী এবং বনানীর কিছু সড়কে যানজট দেখা গেছে। অন্যদিকে আগারগাঁও, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, নিউ মার্কেট এলাকায় যানবাহনের কোনো চাপ দেখা যায়নি। এসব সড়ক অনেকটা ফাঁকা রয়েছে। স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে।এছাড়া রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস হওয়ায় মেট্রোরেলে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। মেট্রোরেলের প্রতিটি স্টেশনেই ভিড় রয়েছে। অনেকেই গেটে ধাক্কাধাক্কি করে মেট্রোরেলে উঠতেও দেখা যায়।

 

ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-অ্যাডমিন অ্যান্ড রিসার্চ) মো. জাহাঙ্গীর আলম র- নিউজকে জানান, আজ সপ্তাহের প্রথম কার্যদিবস, সঙ্গে এইচএসসি পরীক্ষা। এতে করে কিছু সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া কিছু ফাঁকাও রয়েছে। যানজট নিরসনে ডিএমপির ৮টি বিভাগের ট্রাফিকের সদস্যরা সড়কে কাজ করছেন।এদিকে এই সপ্তাহজুড়ে ঢাকা মহানগরী এলাকায় আগাম যানজটের আভাস দিয়েছিল ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ।  ডিএমপির ট্রাফিক বিভাগের যুগ্ম কমিশনার (ট্রাফিক) এস এম মেহেদী হাসান জানান, এ সপ্তাহে তিনদিন এইচএসসি পরীক্ষা আছে। রয়েছে সনাতন ধর্মাবলম্বীদের উল্টো রথযাত্রা। এছাড়া মুসলিম ধর্মালম্বীদের আশুরার তাজিয়া মিছিল হবে।পাশাপাশি কোটা সংস্কার আন্দোলনও চলছে। সবকিছু মিলিয়ে এ সপ্তাহের চ্যালেঞ্জগুলো সামনে রেখে প্রতিটি বিভাগের উপ-কমিশনার তাদের মতো করে ট্রাফিক ম্যনেজমেন্টের ক্ষেত্রে জনভোগান্তি কমাতে কাজ করছে।তিনি বলেন, ট্রাফিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের চ্যলেঞ্জ মোকাবিলা করি। রাস্তা খোঁড়াখুঁড়িও আমাদের জন্য চ্যলেঞ্জ। সামগ্রিকভাবে ট্রাফিক বিভাগের সব সদস্য মানুষের ভোগান্তি লাঘবে চেষ্টা করে যাচ্ছেন।

Related Articles

Back to top button