অন্যান্যজীবন যাপন

চুলে মেহেদি লাগিয়ে কতক্ষণ রাখবেন?

র-জীবন যাপন ডেস্কঃ  চুল সুন্দর ও কোমল রাখতে অনেকেই মেহেদি ব্যবহার করে থাকেন। কেউ কেউ চুল প্রাকৃতিকভাবে রং করতেও চুলে মেহেদি লাগান। চুলে লালচে-বাদামি আভা এনে দেয় মেহেদি। তবে চুলে মেহেদি লাগিয়ে কতক্ষণ রাখা উচিত, তা নিয়ে দ্বন্দ্বে পড়েন অনেকেই। কেউ কেউ ভাবেন, মেহেদি যত বেশি সময় চুলে লাগিয়ে রাখা হবে, তত বেশি উপকারিতা মিলবে। কিন্তু এ ধারণা আসলে সঠিক নয়।

লাইফস্টাইলবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট স্টাইলক্রেজের প্রতিবেদন বলছে, একটা নির্দিষ্ট সময় পর মেহেদি চুলে লাগিয়ে রাখা ঠিক নয়। মেহেদির মিশ্রণও সঠিকভাবে তৈরি করা উচিত। সাধারণত চুলে ১ থেকে ৩ ঘণ্টা মেহেদি লাগিয়ে রাখা যথেষ্ট। যদি আরো বেশি গাঢ় রং বা পাকা চুল ঢাকতে চান, তাহলে ৩ থেকে ৪ ঘণ্টা রাখতে পারেন। তবে চুলে ৫ ঘণ্টার বেশি সময় মেহেদি রাখা উচিত নয়। কেননা দীর্ঘ সময় মেহেদি লাগিয়ে রাখলে চুল শুষ্ক হয়ে যেতে পারে। মাথার ত্বকের সংবেদনশীল এড়াতেও চুলে ৫ ঘণ্টার বেশি সময় মেহেদি রাখা উচিত নয়।

বাজারেপ্রাপ্ত প্যাকেট মেহেদির পরিবর্তে মেহেদি পাতা বেটে চুলে ব্যবহার করলে সর্বোচ্চ প্রাকৃতিক উপকারিতা পাওয়া যায়। সম্পূর্ণ রাসায়নিকমুক্ত হওয়ায় একই সপ্তাহে একাধিকবার মেহেদি ব্যবহারে চুলের কোনো ক্ষতি হয় না।মেহেদির প্যাক তৈরি করার ক্ষেত্রে স্টাইলক্রেজের প্রতিবেদনে, বাটা মেহেদির সঙ্গে হালকা গরম পানি মিশিয়ে কয়েক ঘণ্টা ঢেকে রেখে তারপর চুলে ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া চুলে মেহেদি ব্যবহার করার আগে কন্ডিশনার ব্যবহার করবেন না। কন্ডিশনার চুলে মেহেদির রং বসতে দেয় না। মেহেদি ব্যবহারের পর চুল ধোয়ার সময় শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button