রানের পাহাড়ে দক্ষিণ আফ্রিকা
র-স্পোর্টস ডেস্কঃ উড়তে থাকা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুটা স্বপ্নের মতোই হয়েছিল বাংলাদেশের। তবে কুইন্টন ডি কক এবং এইডেন মার্করামের ব্যাটে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে বেশিক্ষণ লাগেনি দক্ষিণ আফ্রিকার। ডি ককের অনবদ্য সেঞ্চুরি এবং শেষদিকে হেনরিখ ক্লাসেনের বিধ্বংসী ইনিংসে বাংলাদেশকে পাহাড়সম লক্ষ্য দিয়েছে মার্করামের দল।মঙ্গলবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মঙ্গলবার (২৪ অক্টোবর) বাংলাদেশকে ৩৮৩ রানের লক্ষ্য দিয়েছে দক্ষিণ আফ্রিকা। ১৫ চার এবং ৭ ছয়ে ১৪০ বলে ১৭৪ রান করেছেন ডি কক। ৪০ ওভার পর্যন্ত রানটা বাংলাদেশের নাগালেই ছিল। কিন্তু দুই সেট ব্যাটার ডি কক এবং ক্লাসেনের ঝড় থামাতে পারেনি টাইগাররা। ৮ ছক্কা ও ২ চারে ৪৯ বলে ৯০ রানের দানবীয় ইনিংস খেলে আউট হয়েছেন ক্লাসেন।টস হেরে ফিল্ডিংয়ে নেমে শুরুতেই বড়সড় ভুল করেছিল বাংলাদেশ। ম্যাচের দ্বিতীয় ওভারে স্লিপে রিজা হেন্ডরিকসের ক্যাচ ছেড়েছেন তানজিদ হাসান তামিম। তবে সেই ভুলের মাসুল তেমন একটা দিতে হয়নি টাইগারদের। ষষ্ঠ ওভারে রিজাকে বোল্ড করে সাজঘরের পথ ধরিয়েছেন শরিফুল ইসলাম।হেন্ডরিকস আউট হওয়ার পরের ওভারেই ফন ডার ডুসেনকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন মেহেদী মিরাজ। মিরাজের অফস্পিন বলটা ফাইন লেগে খেলতে গিয়ে এলবিডব্লিউ হন ডানহাতি এই ব্যাটার।দ্রুত দুই উইকেট হারিয়েও কুইন্টন ডি কক এবং এইডেন মার্করামের জুটিতে দ্রুত ম্যাচে ফেরে দক্ষিণ আফ্রিকা। ৩৬ রানে ২ উইকেট হারানোর পর ১৩১ রানের জুটি গড়েন এইডেন মার্করাম এবং ডি কক। ৬০ রান করা মার্করামকে লং অফে ক্যাচ বানিয়ে ফেরান সাকিব।