সাতক্ষীরা শ্যামনগর থেকে এম.আল-আমীন : সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী বনস্টেশন অফিসের সদস্যরা সুন্দরবনে হরিণের মাংস সহ দুই শিকারীকে হাতেনাতে আটক করেছেন। রবিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে বুড়িগোয়ালিনী বনস্টেশন অফিসার (এসও) হাবিবুল ইসলামের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবন সংলগ্ন মহাসিনের হুলো নামক স্থান হতে ওই দুই শিকারীকে আটক করেন। এসময় তাদের তল্লাশি করে ৪০ কেজি টাটকা হরিণের মাংস জব্দ করে বনকর্মীরা।আটক দুই শিকারী হলেন- শ্যামনগর উপজেলার দাতিনাখালী গ্রামে হান্নান শেখের ছেলে শামিম শেখ (৩০) ও জব্বার গাজীর ছেলে ইসমাইল গাজী (৩১)।সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এ, কে, এম ইকবাল হোসেন চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, হরিণের মাংস সহ দুই শিকারীকে সুন্তরবনের বন্যপ্রাণি নিধন আইনে সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।