জাতীয়শিরোনাম

বঙ্গবন্ধুকে সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ দিতে ঢাবিতে বিশেষ সমাবর্তন আজ

র-নিউজ ডেস্কঃ   জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে সম্মানসূচক ডক্টর অব লজ (মরনোত্তর) প্রদানে আজ রোবববার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিশেষ সমাবর্তন। এতে প্রায় ১৮ হাজার শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেবেন।এতে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বঙ্গবন্ধু কন্যা ও প্রধান শেখ হাসিনা। সমাবর্তনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিনের সভাপতিত্ব করার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি থাকতে পারছেন না। তবে বিশ্ববিদ্যালয় আদেশ ১৯৭৩ আর্টিকেলে ১০ (১) অনুযায়ী এবং আচার্যের অনুমতিক্রমে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অংশগ্রহণকারী প্রায় ১৮ হাজারের মধ্যে শিক্ষার্থী সংখ্যা ১২ হাজার ৪৯৬ জন, শিক্ষক প্রায় ৭৫০ জন, রেজিস্টার্ড গ্র্যাজুয়েট ১০০০ জন, অ্যালামনাই ৫০০ জন, বিদেশী শিক্ষক-শিক্ষার্থী প্রায় ১৫০ জন এবং অতিথি প্রায় ৩ হাজার জন রয়েছেন। সুষ্ঠু শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে আয়োজনে একটি নির্বাহী ও ব্যবস্থাপনা কমিটি এবং ২০টি উপ-কমিটি কাজ করছেন।রোববার সকাল ১০ টায় সমাবর্তন শোভাযাত্রায় সকল শিক্ষক শিক্ষার্থীদের উপস্থিত থাকতে হবে। শোভাযাত্রাটি শুরু হবে কার্জন হল থেকে। শিক্ষার্থীরা খেলার মাঠের জিমনেসিয়াম গেট দিয়ে প্রবেশ করবেন। সকাল আটটা থেকেই খোলা থাকবে গেটটি। আর শিক্ষক এবং অতিথিরা প্রবেশ করবেন সুইমিংপুল গেট দিয়ে। তাদের জন্য এই গেট খোলা হবে সকাল ৯টায়। অংশগ্রহণের জন্য অবশ্যই আমন্ত্রণপত্র হাতে নিয়ে প্রবেশ করতে হবে।সমাবর্তনে অংশ নিতে জাতীয় পরিচয়পত্র কিংবা প্রতিষ্ঠান কর্তৃক আইডি বা পাসপোর্ট সাথে আনতে হবে। আমন্ত্রণপত্র হস্তান্তরযোগ্য নয়। সমাবর্তনস্থলে মোবাইল ফোন, হাতব্যাগ, ব্রিফকেস, ক্যামেরা, ইলেকট্রনিক ডিভাইস, ছাতা ও পানির বোতল নিয়ে প্রবেশ করা যাবে না।সমাবর্তন অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্য, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন, রাজনৈতিক দল, সংগঠন, গণমাধ্যমকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন সংস্থা ও সর্বসাধারণের সহযোগিতা কামনা করেন ঢাবি উপাচার্য। সেই সঙ্গে সমাবর্তন শান্তিপূর্নভাবে আয়োজনে ক্যাম্পাসের স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ বজায় রাখার জন্য ক্রীয়াশীল ছাত্র সংগঠন, সকল রাজনৈতিক দল ও ভিন্নমতের সংশ্লিষ্ট সকলের প্রতি উপাচার্য আহ্বান জানিয়েছেন ঢাবি উপাচার্য।এদিকে সমাবর্তনকে ঘিরে রুট ম্যাপ করেছে ঢাবি কর্তৃপক্ষ। সমাবর্তনের দিন সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত শাহবাগ ক্রসিং থেকে দোয়েল চত্বর, হাইকোর্ট থেকে দোয়েল চত্বর, ঢাকা মেডিকেল কলেজ থেকে দোয়েল চত্বর, পলাশী থেকে দোয়েল চত্বর এবং নীলক্ষেত থেকে দোয়েল চত্বর পর্যন্ত রাস্তায় গণপরিবহন চলাচল বন্ধ রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনার পাশাপাশি সর্বসাধারণের চলাচলের জন্য বিকল্প রাস্তা ব্যবহারের অনুরোধ করা হয়।গাড়ি পার্কিংয়ে সমাবর্তনের দিন ভিআইপি অতিথিবৃন্দের গাড়ি কাজী মোতাহার হোসেন বিজ্ঞান ভবন (কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সায়েন্স অ্যানেক্স ভবন) মাঠে ও মোকাররম ভবন চত্বরে (কেন্দ্রীয় খেলার মাঠের উত্তর পাশে) পার্কিংয়ের ব্যবস্থা থাকবে।এছাড়া অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দের গাড়ি সোহরাওয়ার্দী উদ্যান ও হাজী মুহম্মদ মুহসীন হল খেলার মাঠে পার্কিং করতে বলা হয়। সমাবর্তনে অংশগ্রহণকারীদের চলাচলের সুবিধার্থে ক্যাম্পাসের অন্য কোনো রাস্তায় গাড়ি পার্কিং না করার জন্য অনুরোধ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button