আন্তর্জাতিকবিনোদনশিরোনাম

‘শ্রীদেবীর মৃত্যু স্বাভাবিক ছিল না’

র-বিনোদন ডেস্কঃ  পাঁচ বছর আগে রূপের রানিকে হারিয়েছে বলিউড। ২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারি মারা যান শ্রীদেবী। দুবাইয়ের একটি হোটেলের বাথটাবে পাওয়া যায় তার নিথর দেহ। তদন্ত শেষে জানানো হয়, এটি দুর্ঘটনায় মৃত্যু।কিন্তু শ্রীদেবীর ভক্তরা সেই দাবিতে সন্তুষ্ট হতে পারেননি। অনেক গল্প-গুজব ছড়িয়ে পড়েছিল তার মৃত্যুকে ঘিরে। তবে পুরো বিষয় নিয়ে একেবারেই চুপ ছিলেন তার পরিবারের সদস্যরা। অবশেষে পাঁচ বছর পর স্ত্রীর মৃত্যু প্রসঙ্গে মুখ খুললেন শ্রীদেবীর স্বামী, প্রযোজক ও অভিনেতা বনি কাপুর। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, অভিনেত্রী বরাবরই নিজেকে সুন্দর দেখানোর চাপে ভুগতেন।বনি কাপুর বলেন, ‘সুন্দরী থাকার জন্য সে বরাবরই উন্মুখ ছিল। সে সবসময় চাইতো, তাকে যেন পর্দায় ঠিকঠাক দেখা যায়। আমার সঙ্গে বিয়ের পর থেকে বিভিন্ন অনুষ্ঠানে সে কয়েকবার অচেতন হয়ে গিয়েছিল। তখন ডাক্তার বলেছিল, তার লো ব্লাডপ্রেসারের সমস্যা রয়েছে।’বনি জানান, শ্রীদেবীর মৃত্যুর পর তাকে প্রায় ৪৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সে কারণে বাড়তি করে আর কিছু কাউকে বলার প্রয়োজন মনে করেননি তিনি। তার ভাষ্য, ‘এটা স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা দুর্ঘটনায় মৃত্যু। আমি চুপ থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম, কারণ প্রায় ৪৮ ঘণ্টা আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তদন্ত কর্মকর্তা আমাকে বলেছিলেন, এটা সহ্য করতে হবে। কারণ ভারতীয় মিডিয়ার অনেক চাপ রয়েছে। আমাকে বিভিন্ন টেস্ট করানো হয়েছিল, এমনকি লাই ডিক্টেটর (মিথ্যা শনাক্ত করা) টেস্টও করেছিল। সবশেষে রিপোর্ট আসে যে, এটা দুর্ঘটনা ছিল।’উল্লেখ্য, শ্রীদেবীকে বলা হয় বলিউডের প্রথম নারী সুপারস্টার। রূপ-সৌন্দর্য আর অভিনয় দিয়ে তিনি ঝড় তুলেছিলেন উপমহাদেশের দর্শকের মনে। পাঁচ দশকের ক্যারিয়ারে তিনি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ারসহ বহু সম্মাননা পেয়েছেন। বর্তমানে তার কন্যা জাহ্নবী কাপুর বলিউডে জনপ্রিয়তার সঙ্গে কাজ করছেন।

সূত্র: ইন্ডিয়া টুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button