শিরোনাম

মৃত্যুবার্ষিকী

আরিফ খন্দকারঃ র- নিউজ এর মাননীয় “চেয়ারম্যান এন্ড ম্যানেজিং ডিরেক্টর”  আদৃতা রুবী  এর ছোট বোন “আফরা ইয়াসমিন তামান্না” র  আজ পঞ্চম মৃত্যুবার্ষিকী। ২০১৯ সালের এই দিনে মরন ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে  অকালে  পৃথিবীর মায়া ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ১৭ বছর।  পাঁচ ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।  ছিলেন অত্যান্ত মেধাবী,  ছবি আকায় ছিলেন পারদর্শী, এছাড়াও  তার হাতের লেখা মুগ্ধ করত  পরিবারের সদস্য ছাড়াও শিক্ষকদের ,তার লেখা ছিলো অনুকরণীয় । অনেকেই তার হাতের লেখা দেখে শেখার চেষ্টা করেছে। তার হাতের লেখা দেখা যায় তার বাড়ির দেওয়ালে বাঁধাই করে টাঙ্গানো। এত অল্প সময়ে দখল করেছিলো মানুষের হৃদয় । শুধু পরিবার পরিজন নয় চেনা বন্ধু- বান্ধব থেকে শুরু করে আত্নীয় স্বজন সবার কাছেই ” তামান্না” ছিলো একটি ভালোবাসার  নাম। তার আতিথিয়েতায় মুগ্ধ ছিলো কাছের-দূরের সবাই। ২০০২ সালের ২৭শে সেপ্টেম্বর জন্ম নেওয়া এই মানুষটি ১৮ বছরে পা দেওয়ার মাত্র ০৭ দিন আগেই ছাড়েন পৃথিবী। স্বপ্ন ছিলো বড় হয়ে লইয়ার হবার। কিন্তু ফুল ফোটার আগেই কুড়িতেই হারিয়ে যায় “তামান্না”।  র- নিউজ বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করছে ও শোকসন্তপ্ত পরিবারের  প্রতি  সমবেদনা জানাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button