শিরোনাম

সনাতন ধর্মাবলম্বীদের দীপাবলি উৎসব

র-নিউজ ডেস্কঃ আজ দেশের সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামাপূজা ও দীপাবলি। হেমন্তের অমাবস্যা তিথিতে আজ দীপাবলির আলোকে উদ্ভাসিত হয়ে উঠবে চারদিক। হিন্দু ধর্মমতে, এই তিথিতে আবির্ভূত হন দেবী কালী। ন্যায়ের জয় আর পারলৌকিক আঁধার সরানোর কামনায় ভক্তরা নৈবেদ্য দেবে কালীমাতার পাদপদ্মে। দীপাবলির মঙ্গলশিখায় হিন্দুগৃহগুলো আলোকিত হয়ে উঠবে।আজ সন্ধ্যায় দীপাবলি ও মঙ্গল শিখা প্রজ্বলন করা হয় এবং দিবাগত রাতে অনুষ্ঠিত হবে শ্যামাপূজা। আজ নিশি উপবাসের পর আগামীকাল অন্নকুট মহোৎসব আর সন্ধ্যা আরতি দেওয়া হবে।শ্যামাপূজা ও দীপাবলি উপলক্ষ্যে ঢাকেশ্বরী মন্দিরসহ দেশের পূজামণ্ডপগুলোতে নানা ধর্মীয় আয়োজন হাতে নেওয়া হয়েছে। সেই সাথে যেকোনো ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে মন্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button