রাজশাহী সংবাদদাতাঃ রাজশাহীর বাঘায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্যসহ আশিক রানা নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫।বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে র্যাবের একটি দল রাজশাহীর বাঘা থানার আড়ানী পৌরসভার ৪নং ওয়ার্ড নুরনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।আটক আশিক আড়ানী পৌরসভার নুরনগর এলাকার নাসিরুদ্দিনের ছেলে ।র্যাব জানায় , মাদক ব্যবসায়ী আশিক নিজ বাড়িতে অস্ত্র ও হেরোইন বিক্রির জন্য আমদানি করে রেখেছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল তার বাড়িতে অভিযান চালায়। অভিযানে তার বাড়ি থেকে ৬শ’ গ্রাম হেরোইন ও চারটি চাইনিজ কুড়াল উদ্ধার করে।পরে আটক আশিককে বাঘা থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। একই সাথে আশিক একজন শীর্ষ মাদক ব্যবসায়ী বলেও জানায় র্যাব।