আমার দৃষ্টিতে এখন পর্যন্ত আইন-শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ: ইসি সচিব
অনিক সরকারঃ নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, আমাদের এখান থেকে এটা স্পষ্ট যে এখন পর্যন্ত বাংলাদেশের আইন-শৃঙ্খলার পরিস্থিতি আমার দৃষ্টিতে, কমিশনের দৃষ্টিতে শান্তিপূর্ণ আছে।মঙ্গলবার (১৭ অক্টোবর) সম্প্রীতি বাংলাদেশের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, তারা চারটি দাবি জানিয়েছেন। এগুলোর মধ্যে যেগুলোতে কমিশনের পক্ষে কাজ করার সুযোগ রয়েছে সেগুলো নিয়ে তারা কাজ করবেন। অপরদিকে অন্য যে দপ্তরগুলো এর সঙ্গে সম্পৃক্ত রয়েছে, তাদেরকে এ বিষয়টি অবহিত করে এই বিষয়টা আইনানুগভাবে যেটুকু করানো সেটুকুর জন্য নির্বাচন কমিশন উদ্যোগ গ্রহণ করবেন। তিনি বলেন, তাদের প্রস্তাবগুলোর মধ্যে নতুন ভোটারদের ভোটদানে উৎসাহিত করা, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, নির্বাচনোত্তর ধর্মীয় উন্মাদনা রোধে ব্যবস্থাগ্রহণ এরকম চারটি বিষয় তারা অবহিত করেছে। তার আলোকে কমিশন তাদের আস্বস্ত করেছে আইনানুগভাবে যতটুকু করা সম্ভব ততটুকু কমিশন করবে।সহিংসতা নিয়ে এতো শঙ্কা কেন? এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, এটা তারা বলতে পারবে। আমাদের এখান থেকে এটা স্পষ্ট যে এখন পর্যন্ত বাংলাদেশের আইন-শৃঙ্খলার পরিস্থিতি আমার দৃষ্টিতে, কমিশনের দৃষ্টিতে শান্তিপূর্ণ আছে। উদ্বিগ্ন হওয়ার মতো এখানে কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি এবং কমিশন তা মনে করছে না। পরবর্তীতে যদি পরিস্থিতি উদ্ভব হয়, কমিশন আইনানুগ সকল ব্যবস্থা নেবে।