নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত এখনও হয়নি : ইসি হাবিব
র-নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান (অব.) বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে, যেটা মঙ্গলকর, সুবিধা হবে, সে বিষয়ে আগামী বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।খুলনা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে আজ রোববার (২২ অক্টোবর) সকালে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন আহসান হাবিব।নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান (অব.) বলেন, ‘১৯৮৬, ১৯৯০, ২০০১, এবং ২০০৮ সংসদ নির্বাচন শতভাগ সন্তোষজনক ছিল না।’ তিনি বিগত সকল নির্বাচনসহ খুলনা সিটি করপোরেশনের মতো আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু-সুন্দর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।দেশে নির্বাচনী সুষ্ঠু পরিবেশ নেই—প্রধান নির্বাচন কমিশনারের এমন মন্তব্যের বিষয়ে এক প্রশ্নে ইসি আহসান হাবিব বলেন, ‘সেটা ছিল নির্বাচন কমিশনের একটা ধারণাপত্র। দেড় পাতার ধারণাপত্রের কিছু অংশ প্রকাশ পেয়েছে, তাই বিভ্রান্তি।’ তিনি বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচন কমিশনের অধীনে সকল নির্বাচন যেমন সুষ্ঠু-সুন্দর হয়েছে, সংসদ নির্বাচনও সেরূপ সুষ্ঠু-সুন্দর হবে।’