জাতীয়নির্বাচনী হালচালরাজনীতিশিরোনাম
নভেম্বরের প্রথমার্ধেই তফসিল ঘোষণা: ইসি সচিব
র-নিউজ ডেস্কঃ বিরোধী দলগুলোর ডাকা হরতাল-অবরোধ কর্মসূচি অব্যাহত আছে। এর মধ্যে নির্বাচন যথা সময়ে হবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে। তবে নির্বাচন কমিশন বলছে, সংবিধান অনুযায়ী যথা সময়ে নির্বাচন হবে। নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম সংবাদ মাধ্যমকে বলেন, জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি চলমান।নভেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে। ভোট কবে, সে বিষয়ে এখনো কমিশন সিদ্ধান্ত নেয়নি।এর আগে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ‘সব দল নির্বাচনে আসুক এটা আমাদের কাম্য। কিন্তু কোনো দলকে নির্বাচনে নিয়ে আসার দায়িত্ব কমিশনের নয়। আমাদের একটা সংবিধান আছে, সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে। ’