জাতীয়শিরোনাম

“স্মার্ট বাংলাদেশ দিবস” উদযাপনে আপত্তি ইসির

র-নিউজ ডেস্কঃ  আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১২ ডিসেম্বর (মঙ্গলবার) স্মার্ট বাংলাদেশ দিবস” উদযাপন হলে প্রার্থীর আচরণবিধি লংঘন হওয়ার সম্ভাবনা থেকে এ দিবস উদযাপনে অসম্মতি জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।ইতোমধ্যে এ সংক্রান্ত চিঠি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিবকে পাঠানো হয়েছে। ৩০ নভেম্বর ইসির উপ সচিব মো.আতিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়।চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ ডিসেম্বর ২০২৩ তারিখে “স্মার্ট বাংলাদেশ দিবস ২০২৩” জেলা ও উপজেলা/থানা পর্যায়ে পালিত হবে। সেখানে মাননীয় সংসদ সদস্য/মন্ত্রীগণ অন্যান্য দলীয় নেতৃবৃন্দসহ উপস্থিত থাকতে পারেন এবং যেখানে রাজনৈতিক বা দলীয় প্রচারণা হওয়ার সম্ভাবনা থাকে। যার ফলে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা লংঘন হতে পারে। ফলে নির্বাচন-পূর্ব সময়ে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের বিষয়ে মাননীয় নির্বাচন কমিশন অসম্মতি জ্ঞাপন করেছেন।বর্ণিতাবস্থায়, উল্লিখিত সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, ইতোমধ্যে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হয়েছে।রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করবেন ১ থেকে ৪ ডিসেম্বর।রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রবিবার)।এবারের জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। গত ২ নভেম্বর সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটারসংখ্যা প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। ইসির দেওয়া তথ্য অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন। নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর হিজড়া ভোটারের সংখ্যা ৮৫২।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button