জাতীয়নির্বাচনী হালচালশিরোনাম

অনুমতি নিয়ে শান্তিপূর্ণ সমাবেশ করা যাবে : ইসি আলমগীর

র-নিউজ ডেস্কঃ  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে শান্তিপূর্ণ সভা-সমাবেশে কোনো বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। তবে নির্বাচনে কোনো বাধা দেয়া যাবে না বলেও জানান তিনি। ১৪ ডিসেম্বর সন্ধ্যায় সাংবাদিকদের ব্রিফিংকালে কমিশনার বলেন, সভা সমাবেশ বন্ধের চিঠিতে রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ হয়নি। শান্তিপূর্ণ সভা সমাবেশে কোনো বাধা নেই।সেটার অনুমতি দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্বাচনে বাধা দেয়া বা প্রতিহত করা অপরাধ। এ ধরণের সভা-সমাবেশ করা যাবে না সেটাই আমরা চিঠিতে লিখেছি।এর আগে মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে কমিশন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণা ছাড়া কোনো প্রকার সভা-সমাবেশ না করার নির্দেশনা দেয়। একইসঙ্গে নির্বাচনী কাজ বাধাগ্রস্ত ও ভোটাররা ভোট প্রদানে নিরুৎসাহিত হতে পারে এমন রাজনৈতিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা থেকে সবাইকে বিরত রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে নির্দেশনা দেয় কমিশন।এরই প্রেক্ষিতে নির্বাচনী পরিবেশ ঠিক রাখতে রাজনৈতিক দলগুলোর সভা ও বিভিন্ন সমাবেশ বন্ধ রাখতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।১৩ ডিসেম্বর মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব হাবিবুল হাসানের সই করা চিঠিতে বলা হয়, আগামী ১৮ ডিসেম্বর থেকে ভোট গ্রহণ শেষ হওয়ার আগ পর্যন্ত নির্বাচনী প্রচার প্রচারণা ছাড়া অন্য কোনো প্রকার সভা, সমাবেশ বা রাজনৈতিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা থেকে সবাইকে বিরত রাখার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button