নির্বাচনী হালচালশিরোনাম

উস্কানীমূলক বক্তব্য দেওয়ায় বাহারকে শোকজ ইসির

র-নিউজ ডেস্কঃ  আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী আ.ক.ম বাহাউদ্দিন বাহারকে উস্কানীমূলক বক্তব্য দেওয়ায় শোকজ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান কমিটি। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) আসনটি অনুসন্ধান কমিটি ও যুগ্ম জেলা জজ মোহাম্মদ সিরাজ উদ্দিন ইকবাল তাকে শোকজ দেন। বাহাউদ্দীরকে দেওয়া শোকজের চিঠিতে বলা হয়েছে, আপনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হিসাবে বিগত ১৮ ডিসেস্বর কুমিল্লা মহানগরের ০৩ নং ওয়ার্ডের কালিয়াজুরি পি.টি.আই স্কুল মাঠে উঠান বৈঠক করেছেন। ওই বৈঠকে আপনি “যদি কোনো বি.এন.পি এবং জামায়াতের কোনো কর্মীকে কোনো প্রার্থীর পক্ষে পাওয়া যায় তার হাত ঠ্যাং ভেঙ্গে দেবেন। তার হাত ঠ্যাং ভেঙ্গে দেবেন, আমি আ.ক.ম বাহাউদ্দিন আপনাদের সাথে আছি” মর্মে উস্কানিমূলক বক্তব্য প্রদান করেছেন। আপনার ওই বক্তব্যের কারণে নির্বাচনের সুষ্ঠু, অবাধ ও ভীতিমুক্ত পরিবেশ বিঘ্নিত হওয়ার আশংকা সৃষ্টি হয়েছে এবং এতে আপনি রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ১১(ক) লঙ্ঘন করেছেন মর্মে দৃষ্ট হয়।এই অবস্থায় ওউ বিষয়ে আপনার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কেন নির্বাচন কমিশনে সুপারিশসহ প্রতিবেদন প্রেরণ করা হবে না ২৪ ডিসেম্বর বেলা ১১টায় নির্বাচনি অনুসন্ধান কমিটির কার্যালয়ে স্বয়ং অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে কারণ দর্শাবেন।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button