২৫ ডিসেম্বর পর থেকে মাঠে যাবে ব্যালট
র-নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেছেন,ব্যালট তো যাবে জেলায় ২৫ ডিসেম্বরের পর যাবে। যেগুলো আগে ছাপানো হবে সেগুলো আগে চলে যাবে। ১৯ ডিসেম্বর নির্বাচন কমিশন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। তিনি বলেন,প্রতীক বরাদ্দের পরপরই ৩০০টি আসনের প্রার্থীর তালিকা আমরা পেয়ে গেছি। তিনটা সরকারি প্রেসে ব্যালট পেপার ছাপানো শুরু হয়েছে। যেগুলোতে মামলা রয়েছে সেগুলো পরবর্তীতে ছাপানো হবে। ৩১ ডিসেম্বরের মধ্যে ব্যালট পেপার ছাপানো শেষ হবে। সে আলোকে যে এলাকাগুলোয় কোনো মামলা নাই, সেগুলো আগে মুদ্রন হবে। আর মামলা আছে এমন আসনের ব্যালট শেষের দিকে মুদ্রণ করা হবে। ৪০টির বেশি আসনে মামলা রয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন,ব্যালট মুদ্রণের সুনির্দিষ্ট কোনো বাজেট নেই। প্রাথমিক তাদের চাহিদায় ৩৩ কোটি টাকা কাগজ ক্রয়ের জন্য আগে দিয়েছি।ব্যালট পেপার কবে থেকে মাঠে যেতে পারে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,ব্যালট তো যাবে জেলায় ২৫ ডিসেম্বরের পর যাবে। যেগুলো আগে ছাপানো হবে সেগুলো আগে চলে যাবে। রিটার্নিং অফিসারের কার্যালয় সেখান থেকে সহকারি রিটার্নিং অফিসারে কার্যালয়ে থাকবে