জাতীয়নির্বাচনী হালচালশিরোনাম
মানবাধিকার কমিশনের সঙ্গে ইসির বৈঠক বৃহস্পতিবার
র-নিউজ ডেস্কঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের সঙ্গে সভায় বসবে জাতীয় মানবাধিকার কমিশন। সভাটি নির্বাচন ভবনের প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সভাকক্ষে অনুষ্ঠিত হবে। ২৭ ডিসেম্বর ইসি জনসংযোগ শাখার পরিচালক মো. শরিফুল আলম এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করবেন নির্বাচন কমিশন। বৈঠটি বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।ইসি কর্মকর্তারা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সমানে রেখে যাতে করে মানবাধিকার লংঘন না হয় এ সবের সার্বিক দিক নিয়ে আলোচনা হতে পারে। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।