স্থগিত ভোটার স্থানান্তর কার্যক্রম আবার শুরু করল ইসি
র-নিউজ ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য স্থগিত হওয়া ভোটার স্থানান্তর কার্যক্রম আবার শুরু করল নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাকে পাঠানো হয়েছে। ১৫ জানুয়ারি ইসির এনআইডি শাখার উপাত্ত ব্যবস্থাপনা শাখার প্রোগ্রামার সিফাত জাহান এ সংক্রান্ত নির্দেশনাটি পাঠিয়েছেন। এতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ায়, মাননীয় নির্বাচন কমিশনের অনুমোদনক্রমে মাঠ পর্যায়ের কার্যালয় সমূহে ভোটার স্থানান্তরের রোল চালু করা হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মাইগ্রেশন সংক্রান্ত কার্যক্রম সম্পাদন করতে পারবেন। তবে দ্বাদশ জাতীয় সংসদের নওগাঁ-২ আসনের নির্বাচন চলমান থাকায় ওই আসনের নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্বাচনের সাথে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিস থেকে মাইগ্রেশনের কার্যক্রমে বন্ধ রাখতে হবে।গত সেপ্টেম্বর থেকে ভোটার স্থানান্তর কার্যক্রম বন্ধ রেখেছে ইসি। বর্তমানে দেশে ১২ কোটির মতো ভোটার রয়েছে। এদের অনেকেই প্রতিদিন এলাকা পরিবর্তনের আবেদন করে থাকেন।