সবাইকে এক করা আমাদের কাজ না: ইসি রাশেদা

র-নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা বলেছেন, সবাইকে এক করা আমাদের কাজ না। তারপরও সবাইকে নিয়ে আমরা বসেছি। নির্বাচনে আমরা কি এমন করেছি যে, আমাদের আস্থায় আনা যাচ্ছে না বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি।বুধবার (০৪ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে “অবাধ ভোটাধিকার, প্রার্থী ও পোলিং এজেন্টদের ভূমিকা” শীর্ষক বৈঠকে বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। ইসি রাশেদা বলেন, আমাদের কাজ হচ্ছে জাল ভোটার থাকবে না। অবাধ ও উৎসমুখর ভোট করা। জনগণ যাকে ভোট দেবে সে নির্বাচিত হবে। সবাইকে নিয়ে কাজ করছি। তারপরও আমাদের উপর অনেকে আস্থা রাখতে পারছে না।তিনি বলেন, সবাইকে এক করা আমাদের কাজ না। তারপরও সবাইকে নিয়ে আমরা বসেছি। জনগণের জন্য গ্রহণযোগ্য নির্বাচন করতে কাজ করছি। সংলাপ করেছি। প্রধান নির্বাচন কমিশনার দুই দলকে চিঠি দিয়েছে, তারপরও কোন কোন দল আসেনি। যারা বলছে, সুষ্ঠু ভোট করতে আমাদের সদিচ্ছা নেই এটা অমূলক। আমরা নাকি লোক দেখানো কাজ করছি, এটারও কোন ভিত্তি নেই। দেশে নির্বাচন হতে হবে। এটা সংবিধানের মূল কাজ। আমরা সেই অনুযায়ীই কাজ করছি।নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখছেন সাবেক নির্বাচন কমিশনার, নির্বাচন বিশেষজ্ঞ, গণমাধ্যম ব্যক্তিত্বসহ বিশিষ্টজনেরা। ভার্চুয়াল মাধ্যমে ৬৪ জেলায় নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমের রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা এই কর্মশালায় অংশ নিচ্ছেন। ভোটকেন্দ্রে পোলিং এজেন্ট নিশ্চিত করা ও তাদের দায়িত্ব সঠিকভাবে পালনে জোর দিয়েছেন বক্তারা। একইসাথে নির্বাচন কর্মকর্তাদের নিরপেক্ষ দায়িত্ব পালনেরও তাগিদ দেন তারা।