নির্বাচনী হালচালশিরোনাম

ভোটার ছাড়া নির্বাচন চুন ছাড়া পানের মতো: ইসি রাশেদা

র-নিউজ ডেস্কঃ   ভোটার ছাড়া নির্বাচন চুন ছাড়া পানের মতো বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। তাই নির্বাচনে ভোটার উপস্থিতি নিশ্চিত করতে প্রার্থীদের আহ্বান জানিয়েছেন তিনি।সোমবার দুপুরে ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসক হল রুম চত্বরে প্রথম ও দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।রাশেদা সুলতানা বলেন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন ছাড়া গণতন্ত্রের সৌন্দর্য থাকে না। তাই নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করার লক্ষ্যে সবার প্রতি আহ্বান জানান তিনি।এ সময় তিনি প্রার্থীদের আচরণবিধি মেনে চলার নির্দেশ দেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রত্যেক প্রার্থীকে সমান চোখে দেখার নির্দেশনাও দেন। সভায় জেলা প্রশাসক মাহবুবুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button