জাতীয়শিরোনাম

পূজায় কলকাতায় দেশীয় শাড়ির মেলা হবে: বাণিজ্য প্রতিমন্ত্রী

র-নিউজ ডেস্কঃ আসছে সেপ্টেম্বরে পূজার সময়ে কলকাতায় দেশীয় শাড়ির মেলা করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। মঙ্গলবার (২ জুলাই) রাজধানীর টিসিবি ভবনের রফতানি উন্নয়ন ব্যুরোর কনফারেন্স কক্ষে রফতানি উন্নয়ন ব্যুরোর পরিচালনা পর্ষদের ১৪৬তম সভায় এ কথা বলেন তিনি।বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) দায়িত্বশীল ভূমিকায় দেশের রফতানি বাণিজ্যের উন্নতি হচ্ছে। দেশের ৬৩ বিলিয়ন ডলারের রফতানি একটা সময় অবিশ্বাস্য ছিল। সরকারের লক্ষ্য পরের ৩ অর্থবছরে রফতানি ১১০ বিলিয়ন ডলারে উন্নীত করা। লক্ষ্যপূরণে পরিবর্তন ও সহযোগিতা লাগবে। রফতানির সংখ্যার তুলনায় কীভাবে স্থানীয় রিসোর্স ব্যবহার করা যায়, কত বেশি কর্মসংস্থান করা যায় সেদিকে মনযোগ দিতে হবে।আহসানুল ইসলাম টিটু আরও বলেছেন, আগামীতে পণ্যের সেক্টর করে আলাদা আলাদা মেলা করতে হবে। মেলায় দেশি-বিদেশি ব্যবসায়ীদের অংশগ্রহণ বাড়াতে হবে, এতে করে মেলার উদ্দেশ্য পূরণ হবে। আগামী সেপ্টেম্বরে পূজার সময়ে কলকাতায় দেশীয় শাড়ির মেলা করা হবে।’এ সময় পর্ষদের সদস্য হিসেবে হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ এমপি, এফবিসিসিআইর সভাপতি মাহবুবুল আলম, ডিসিসিআইর সভাপতি আশরাফ আহমেদ, এমসিসিআইর সভাপতি কামরান টি রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহা. সেলিম উদ্দিনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button