দুর্ঘটনাশিরোনাম

পাটুরিয়া ফেরি ডুবি: নিখোঁজ ১, উদ্ধার কাভার্ড ভ্যান

র-নিউজ ডেস্কঃ মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের আরুয়া এলাকার ১০টি পণ্যবাহী ট্রাক নিয়ে ফেরি ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইঞ্চিনমাস্টার(দ্বিতীয়) হুমায়ুন কবির (৪৫) নিখোঁজ রয়েছেন। উদ্ধার হয়েছে একটি পণ্যবাহী ট্রাক। বুধবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে আটটায় পাটুরিয়া ফেরিঘাটের ৫নং ঘাট এলাকায় এই ঘটনা ঘটে। উদ্ধারকারী জাহাজ হামজা ফেরিতে থাকা যানবাহন গুলো উদ্ধারের চেষ্টা করছে। দুর্ঘটনার আট ঘণ্টা পর বিকেল চারটার সময় পণ্যবাহী একটি কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়। ফেরিটি উদ্ধারের জন্য উদ্ধারকারী জাহাজ প্রত্যয় এখনো ঘাট এলাকায় এসে পৌঁছায়নি।ফেরি ডুবির ঘটনায় মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সানজিদা জেসমিনকে প্রধান করে ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে ঢাকা থেকে আসা ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের প্রধান আনোয়ারুল হক জানান, উদ্ধারকাজে তাদের টিম কাজ শুরু করেছে। একটি ট্রাক উদ্ধার হয়েছে, বাকিগুলোর উদ্ধারের চেষ্টা চলছে।ফেরি সেক্টরের ডেপুটি জেনারেল ম্যানেজার শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ জানান, পদ্মার মাঝনদীতে নোঙর করা অবস্থায় সকাল সাড়ে ৮টার দিকে ফেরিটি ডুবে যায়। দশটি ট্রাকসহ পাটুরিয়াঘাটে নোঙর করা ছিল ফেরিটি। ফেরিটির দ্বিতীয় ইঞ্জিন মাস্টার হুমায়ুন কবির (৪৫) নিখোঁজ রয়েছেন। তবে ফেরিডুবির সঙ্গে-সঙ্গে ফেরিতে থাকা স্টাফসহ চালকরা সাঁতরে তীরে উঠে।বিআইডব্লিউটিসির আরিচা এরিয়া ডিজিএম শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ দাবি করেছেন, বাল্কহেডের ধাক্কায় ফেরিটি ডুবে যায়। ফেরিতে থাকা ট্রাকচালক নাজমুলের দাবি, ফেরিটির তলদেশ ফেটে গিয়ে ফেরিটি ডুবে যায়। বুধবার সকাল ৮টার দিকে ফেরিটির তলদেশ ছিদ্র হয়ে ফেরির ভেতরে পানি ঢুকে ফেরিটি তলিয়ে যায়।মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহেনা আকতার জানান, এ ঘটনায় মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সানজিদা জেসমিনকে প্রধান করে ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।ঘটনাস্থল পরিদর্শন করে নৌপরিবহণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আনোয়ারুল হক সাংবাদিকদের বলেন, উদ্ধারকাদের জন্য আমাদের পর্যাপ্ত সক্ষমতা রয়েছে। দ্রুতই আমরা উদ্ধার কার্যক্রম শেষ করতে পারবো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button