নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে আগুনে ৪ টি দোকান পুড়ে গেছে। এসময় দোকানে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। দোকান মালিকরা তাদের সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে।বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।আগুনে মনিরের চাদনী পোশাক বিতান, মোবারকের চৌধুরী সোলার, স্বপনের মুদি দোকান ও একটি তুলার দোকান পুরোপুরি ভস্মীভূত হয়। এতে প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।স্থানীয়রা জানায়, রসুলগঞ্জ বাজারে নুর নবী মার্কেটে বৈদ্যুতিক শর্টসার্কিট আগুন লাগে। এতে ৪ টি দোকান ও মালামাল পুড়ে যায়। খবর পেয়ে ফায়ারসার্ভিস কর্মীরা এসে আগুন নিযন্ত্রণে আনে।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মনির হোসেন বলেন, জায়গাজমি বিক্রি করে দোকানে মাল উঠিয়েছি। ৩০-৪০ লাখ টাকার মালামাল ছিল। সবকিছু পুড়ে গেছে। আমি এখন নিঃস্ব হয়ে গেছি।আরেক ব্যবসায়ী মোবারক হোসেন বলেন, ২৫ থেকে ৩০ লাখ টাকার মালামাল ছিল। আগুনে পুড়ে আমি নিঃশেষ হয়ে গেছি।লক্ষ্মীপুর ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার সাহা বলেন, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্নয় করা হয়নি। তদন্ত সাপেক্ষে ক্ষতির পরিমাণ এবং অগ্নিকাণ্ডের সূত্রপাতের বিষয়টি জানা যাবে।