রাজধানীর ফুটপাত বিক্রির সঙ্গে কারা জড়িত তালিকা চেয়েছেন হাইকোর্ট
র-নিউজ ডেস্কঃ ঢাকা বাংলাদেশের রাজধানী। আর এই রাজধানীতে চলাচলের পথের অধিকাংশ এলাকা জুড়ে বসে হকারদের পসরা। আগে ফুটপাতে বসত। এখন অবস্থা এমন হয়েছে যে মূল রাস্তার অধিকাংশ জুড়ে বসেন হকাররা। আর হকাররা ব্যবসা করেন প্রতিদিন চাঁদা দিয়ে। হকার আর চাঁদাবাজদের কারনে পথচারিরা হাঁটতে পারেন না। সড়কে লেগে থাকে দীর্ঘ যানজট।জানা যায়, নানা শ্রেণি পেশার মানুষের চলাচলের জন্য রাজধানীর ফুটপাত অবৈধভাবে দখল ও বিক্রি করার সঙ্গে কারা কারা জড়িত তাদের তালিকা চেয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা নির্দেশ দিয়েছেন আদালত। ফুটপাত বিক্রি ও অবৈধ দখলকারীদের সঙ্গে কারা কারা জড়িত তা আগামী ১৩ মের মধ্যে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনকে জানানোর জন্য বলেছেন আদালত।সোমবার (২৯এপ্রিল) হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে এ আদেশ দেন বলে বিষটি নিশ্চিত করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।