শিরোনাম

মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের স্টাফ বাসে আগুন

র-নিউজ ডেস্কঃ  বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের স্টাফ বাসে আগুন দেয়া হয়েছে। সোমবার (২০ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে মধুমিতা হলের সামনে বিআরটিসির দোতলা বাসটিতে আগুন দেয়া হয়। ভিডিওতে দেখা যায়, দাঁড়িয়ে থাকা বাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা বাসটির আগুন নিয়ন্ত্রণে আসেন। এ ঘটনায়  কেউ হতাহত হয়েছেন কিনা তা জানা যায়নি। এর আগে  দুপুরে মিরপুর-১০ এর গোলচত্বরে বিআরটিসির আরেকটি দোতলা বাসে আগুন দেয়া হয়। এ ঘটনায়ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।এর আগে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের সদস্য তালহা বিন জসিম জানিয়েছিলেন, রোববার (১৯ নভেম্বর) থেকে সোমবার (২০ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত ১৬টি স্থানে আগুন লাগার সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এসব ঘটনায় ১৮টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ঢাকা সিটিতে তিনটি, ঢাকা বিভাগ একটি, রাজশাহী বিভাগে (নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ) সাতটি, চট্টগ্রাম বিভাগে (ফেনী, মিরসরাই, সাতকানিয়া) চারটি, ময়মনসিংহ বিভাগে (জামালপুর) একটি ঘটনা ঘটেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button