আন্তর্জাতিকশিরোনাম

দত্তক ছেলের সঙ্গে বিছানায় রাজনীতিবিদ, হাতেনাতে ধরলেন স্বামী

 র-আন্তর্জাতিক ডেস্কঃ  থাইল্যান্ডে দত্তক নেওয়া সন্তানের সঙ্গে প্রেমের অভিযোগ উঠেছে এক নারী রাজনীতিবিদের বিরুদ্ধে। দেশটির সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে ঝড় উঠেছে। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।প্রতিবেদনে বলা হয়, ৪৫ বছর বয়সী সেই নারী রাজনীতিবিদের নাম প্রপাপর্ন চোইওয়াদোখ। গত বছর ২৪ বছর বয়সী এক সন্যাসীকে দত্তক নেন তিনি ও তার স্বামী। ফ্র মাহা নামে সেই সন্যাসীর সঙ্গেই তার প্রেমের অভিযোগ উঠেছে।তার স্বামী জানান, একই বিছানায় অন্তরঙ্গ অবস্থায় দুজনকে হাতেনাতে ধরেছেন তিনি। আগে থেকেই তাদের নিয়ে সন্দেহ ছিল স্বামীর। সেই অনুযায়ী ৫ ঘণ্টা গাড়ি চালিয়ে এসে তাদের ধরে ফেলেন তিনি সেই সন্যাসী এখন পলাতক রয়েছে।এই ঘটনা থাইল্যান্ডের সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে। ওই নারীর স্বামীর করা একটি ভিডিও ভাইরাল হয়েছে। একজন গ্রাহক মন্তব্য করেন, ‘৬৪ বছর বয়সী স্বামী, ৪৫ বছরের স্ত্রী ও ২৪ বছরের দত্তক নেওয়া সন্তান যে কি না আবার সন্যাসী। এই ঘটনায় অনেক বেশি উপাদান।’ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, স্ত্রী দাবি করছেন তারা শুধুমাত্র গল্প করছিলেন। ফ্রও গণমাধ্যমের কাছে দাবি করেছেন তিনি নির্দোষ।

Related Articles

Back to top button