এমপি হলেন রচনা, হারালেন লকেটকে
র- আন্তর্জাতিক ডেস্কঃ রাজনীতির মাঠে নেমেই চমক দেখালেন টলিউড অভিনেত্রী রচনা বন্দোপাধ্যায়। লোকসভা নির্বাচনে হুগলি আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা হারালেন বিজেপির প্রার্থী, টলিউডের আরেক অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়কে। প্রায় ৩০ হাজার ভোটের ব্যবধানে জিতেছেন রচনা।ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, লোকসভার গত নির্বাচনে তৃণমূলের কাছ থেকে হুগলি আসন ছিনিয়ে নেয় বিজেপি। তারকা প্রার্থী ও পশ্চিমবঙ্গ বিজেপির অন্যতম নেতা লকেট চট্টোপাধ্যায় এখানে নির্বাচিত হন। এবারও তিনি এ আসনে বিজেপি থেকে প্রার্থী হন। অন্যদিকে, হারানো আসন ফিরে পেতে তৃণমূল কংগ্রেসও তারকা প্রার্থীকে মনোনয়ন দেয়। এক্ষেত্রে তাদের ‘ট্রাম্পকিার্ড’ ছিল রচনা।গতকাল সোমবার রচনা যখন জানান, তিনি বুঝতে পারছেন না যে ফল কী হবে, তখন তার সিনেমাজগতের বন্ধু লকেট সহানুভূতির সুরেই জানান, তৃণমূল প্রার্থী রাজনীতিতে নতুন। তাই বুঝতে পারছেন না। তবে তিনি বুঝে গিয়েছেন যে ভোটে তারই জয় হবে। আবার হুগলি লোকসভা আসনটি মোদিজিকে উপহার দেবেন।জেতার পরে ‘দিদি নম্বর ওয়ান’ শোয়ের সঞ্চালক রচনা বলেন, ‘‘দিদি নম্বর ওয়ান একজনই, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। আমি এখন হুগলি নম্বর ওয়ান।’ভোটার ও সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘সবাই আনন্দ করুন, কিন্তু কাউকে আঘাত করে নয়।’জয়ের পর প্রতিদ্বন্দ্বী প্রার্থী লকেট নিয়ে কিছু বলবেন কি না, জবাবে রচনা বলেন, ‘কিচ্ছু বলব না। আমি বারবার বলেছি, কাউকে ছোট না করে, কারও সম্পর্কে কুমন্তব্য না করে প্রচার করতে।’