আন্তর্জাতিকশিরোনাম

যুদ্ধ বিরতি চেয়ে নেতানিয়াহুর বাড়ির সামনে বিক্ষোভ

র-আন্তর্জাতিক ডেস্কঃ   হামাসের হামলা রুখতে ব্যর্থ এবং গাজায় যুদ্ধবিরতির জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু’র বাসভবনের সামনে বিক্ষোভ করছে ইসরায়েলিরা। এসময় হামাসের কাছে বন্দি থাকা ইসরায়েলিদের নিরাপদে ফিরিয়ে আনার দাবিও জানানো হয়। খবর রয়টার্সেরগত মাসের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায়। এ হামলা রুখতে ব্যর্থ হয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফলে তার বিরুদ্ধে ইসরায়েলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং এর মধ্যেই শনিবার তার বাসভবনের বাইরে বিক্ষোভের আয়োজন করে ইসরায়েলিরা। শত শত বিক্ষোভকারীরা নেতানিয়াহুর বাসভবনের সামনে গিয়ে বিক্ষোভ করেন। এ সময় তার নিয়াহুর বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। পরে পুলিশ তাদরে বিক্ষোভে বাধা প্রদান করে। ওই বিক্ষোভে বিক্ষোভকারীরা হামাসের হাতে জিম্মিদের ছাড়িয়ে আনতে আহ্বান জানান। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবারের এই বিক্ষোভ এমন একটি সময়ে অনুষ্ঠিত হয় যখন নেতানিয়াহুর পদত্যাগ করা উচিত বলে তিন-চতুর্থাংশেরও বেশি ইসরায়েলি বিশ্বাস করেন বলে একটি সমীক্ষায় দেখা গেছে। মূলত সমীক্ষার এই ফলাফলে রাজনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তাদের ওপর জনগণের ক্রমবর্ধমান ক্ষোভের বিষয়টিই উঠে আসছে।অবশ্য নেতানিয়াহু এখনও পর্যন্ত এই ব্যর্থতার জন্য নিজের ব্যক্তিগত দায় থাকার কথা স্বীকার করেননি। তবে তিনি নিজেও ইতোমধ্যেই গাজায় আটক সব বন্দির নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button