ডাকাতির প্রস্তুতিকালে মিজু গ্যাংয়ের ১১সদস্য গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি :রাজশাহীতে ডাকাতির প্রস্তুতির সময় মিজু গ্যাংয়ের মুলহতা সহ ১১জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে নগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।এসময় তাদের কাছ থেকে ধারালো হাসুয়া ১৮ টি,ধারালো তলোয়ার ৭ টি, ২টি চাকু , কাটার হাতল ৩ টি, ১টি চাইনিজ কুড়াল , হ্যান্ড গ্রেনেড হিসেবে ব্যবহৃত সিমেন্টের ব্লক ৫৩ টি , খেলনার পিস্তল ১ টি, ৩টি মোটর সাইকেল, ১২টি মোবাইল এবং ১৬ টি সীম কার্ড উদ্ধার করা হয়।
র্যাব জানায়, চক্রটি আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে নগরীরবিভিন্ন স্থানে চাঁদাবাজি, জমিদখল এবং কোন ব্যক্তি জমি ক্রয়, বাড়ী নির্মাণসহ যে কোন ব্যবসায়ীক প্রতিষ্ঠান খুললে তাদেরকে চাঁদানা দিয়ে কাজ করতে পারত না। এছাড়াও মহানগরীর বিভিন্ন পয়েন্টে দলবদ্ধ ভাবে ছিনতাই করে আসছিলো। এলাকায়আধিপত্য বিস্তারের জন্য আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মহড়া দেওয়াসহ টেন্ডারবাজী ও সরকারি কাজে বাধা দান, সংঘবদ্ধভাবে মেয়েদের উত্যক্ত করা, মাদক সেবনসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত। তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না।আসামীদের বিরুদ্ধে নগরীর মতিহার থানায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় র্যাব