খেলাধুলাশিরোনাম

শেষের ২০ মিনিটের রোমাঞ্চে বায়ার্নকে কাঁদিয়ে ফাইনালে রিয়াল মাদ্রিদ

র- স্পোর্টস ডেস্কঃ  গোলরক্ষক ম্যানুয়েল নয়ার পুরো ম্যাচেই দুর্দান্ত সব সেভ করে ম্যাচে রাখেন বায়ার্ন মিউনিখকে।সেই নয়ারই শেষ দিকে করে বসলেন অপ্রত্যাশিত ভুল। তার হাত থেকে ছিটকে যাওয়া বলে গোল করলেন হোসেলু। কিছুক্ষণ পর অফসাইডের ফাঁদ ভেঙে হয় আরও একটি গোল। ফলে যা হবার তাই হয়। স্প্যানিশ চ্যাম্পিয়নরা পেয়ে যায় ফাইনালের টিকিট।বুধবার (৮ মে) সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখকে ২-১ গোলের ব্যবধানে হারায় রিয়াল মাদ্রিদ।আলিয়াঞ্জ অ্যারেনায় প্রথম লেগের ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছিল। ফলে ৪-৩ ব্যবধানে জয় পায় রিয়াল মাদ্রিদ।

Related Articles

Back to top button