নতুন লুকে শাহরুখ
র-বিনোদন ডেস্কঃ মেয়ে সুহানা খানের সঙ্গে জুটি বেঁধে একই চলচ্চিত্রে হাজির হচ্ছেন বলিউড বাদশা শাহরুখ খান। সুজয় ঘোষের পরিচালনায় সিনেমার নাম রাখা হয়েছে ‘দ্য কিং’। সেই ছবি নিয়ে ভক্তদের উন্মাদনার শেষ নেই। আর সেই উন্মাদনার মধ্যেই প্রকাশ্যে এলো শাহরুখের নতুন লুক।
‘জওয়ান’ সিনেমার মতো ব্যতিক্রমী রূপে ধরা দেবেন মেয়ের সিনেমায়। ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ছবি। এতে দেখা যাচ্ছে- শাহরুখের মুখে ‘জওয়ান’র মতো সাদা দাড়ি। চোখে সানগ্লাস। তার এই নতুন লুক প্রকাশ্যে আসার পর রীতিমতো হৈচৈ পড়ে গেছে বলিউডে।তবে এই নতুন লুক যে ‘দ্য কিং’-এর জন্যই, সেই বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে অনুমান করা হচ্ছে, ‘দ্য কিং’-এ শাহরুখকে এমন লুকে দেখা যাবে।এ সিনেমায় শাহরুখকে ডনের চরিত্রে দেখা যাবে সে কথা আগেই জানা গিয়েছিল। তাই ভক্তরা তার নতুন লুকে দুইয়ে দুইয়ে চার মিলিয়ে নিচ্ছেন। ‘দ্য কিং’ সিনেমায় প্রধান চরিত্রে দেখা মিলবে সুহানার। মার্চ থেকে শুরু হয়েছে সিনেমার শুটিং।